ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংবাদ সম্মেলন

পাবনায় বিএনপির নির্বাচনের ফল প্রত্যাখ্যান

প্রকাশিত: ০৪:১৩, ৩ জানুয়ারি ২০১৬

পাবনায় বিএনপির নির্বাচনের ফল প্রত্যাখ্যান

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২ জানুয়ারি ॥ জেলার সাত পৌরসভার ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। শনিবার পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে বিএনপি আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রত্যাখ্যানের ঘোষণা দেয়। তারা লিখিত অভিযোগে জানায়, নজিরবিহীন ত্রুটিপূর্ণ ও অগ্রহণযোগ্য ব্যবস্থার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পাবনা পৌরসভা নির্বাচনে স্থানীয় প্রশাসন পক্ষপাতিত্ব ও আতঙ্ক সৃষ্টি করে ধানের শীষের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে দেয়নি। ভোট শুরুর সঙ্গে সঙ্গেই পুলিশ, র‌্যাব ও বিজিবি জঙ্গীসাজে কেন্দ্রে আতঙ্ক সৃষ্টি করে। ফলে শুরু থেকে সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রে না আসায় ধানের শীষ প্রতীকের ভোট কমে যায়। এ ধরনের ঘটনা শহরের পশ্চিমাঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে বেশি লক্ষ্য করা যায়। এতকিছুর পরও এ অঞ্চলের ভোটকেন্দ্রে ৬৫-৭০% ভোট কাস্ট দেখানো হয়। শহরের পূর্ব এলাকার ভোটকেন্দ্রগুলোতে দুপুর ১টার পর থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেয়া হয়। শত শত ভোটার ভোট দিতে গিয়ে ব্যালট পেপার না পেয়ে চলে যায় বলেও বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ করেন। তারা আরও জানান, ভোট গণনা শুরু হওয়ার পূর্ব মুহূর্তে ফলাফল শীটে ধানের শীষের এজেন্টদের স্বাক্ষর নিয়ে বের করে দেয়া হয়। যার ফলে ধানের শীষের প্রাপ্য ভোট থেকে অনেক কম ভোট গণনায় দেখানো হয়। এ ষড়যন্ত্রের সঙ্গে প্রভাবশালী মহল ও প্রশাসন জড়িত। বিএনপি নেতৃবৃন্দ তাই প্রহসনের এ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছে। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি কে এস মাহমুদ, সহসভাপতি আব্দুস সামাদ খান মন্টু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতা, বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট নাজমুল হক শাহীন, বিএনপি নেতা মনোয়ার শামীম, পাবনা পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় মেয়রপ্রার্থী নুর মোহাম্মদ মাসুম বগা উপস্থিত ছিলেন। মুন্সীগঞ্জে ৮৬ ব্যক্তিকে সম্মাননা সমাজসেবায় অবদান স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সম্মাননা সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য বিভিন্ন সেক্টরের ৮৬ জনকে সম্মানা স্মারক প্রদান করা হয়েছে। শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক ও জেলা সমাজ সেবা অধিদফতর আয়োজিত আয়োজনে এই স্মারক তুলে দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে স্নাতক সম্মানে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্বর্ণপদকপ্রাপ্ত নেসকাত জাহান এবং সমাজসেবায় অবদান রাখা সংগঠন ও ব্যক্তিদের এই সম্মাননা প্রদান করা হয়। জেলা সমাজ সেবার উপ পরিচালক সেলিম রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যক্ষ সিরাজুল ইসলাম, এডিসি হারুন অর রশীদ, সারাবান তাহুরা, সিনিয়র এএসপি আবু বক্কর সিদ্দিক, সাবেক মেয়র এ্যাডভোকেট মুজিবুর রহমান, অধ্যাপক আবুল বাশার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এহসানুল করিম, সমাজ সেবা অফিসার কাওছার হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি মতিউল ইসলাম হিরু, প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল ও সমাজসেবা কর্মী মোঃ আব্দুল কুদ্দুস প্রমুখ। এর আগে আয়োজনটি উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।
×