ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুই মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির নির্দেশ

প্রকাশিত: ০৮:৪৭, ১১ ডিসেম্বর ২০১৫

দুই মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ পৌর নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ময়মনসিংহের ফুলপুর পৌরসভার রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে ইসি। একই সঙ্গে এ দুজনের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা সম্পর্কে ইসিকে অবগত করতেও রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে। ইসির উপসচিব রকিব উদ্দীন ম-ল ইসির নির্দেশনাটি বৃহস্পতিবার বিকেলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে পাঠিয়েছেন। নির্দেশনায় বলা হয়েছে, গত ৭ ডিসেম্বর ময়মনসিংহের ফুলপুর পৌরসভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে একটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে উল্লেখিত বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানোর নির্দেশ দেয়া হয়েছে। এতে আরও বলা হয়, গত শুক্রবার রাত ১০টার দিকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শেরপুর থেকে ঢাকা ফেরার পথে ময়মনসিংহের ফুলপুর পৌরশহরে এক পথসভায় বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, ‘আমরা ’৭১-এ পাকিস্তানকে, ’৭৫-এর পরবর্তীতে সামরিক জান্তা ও বিএনপি জামায়াত জোটকে উৎখাত করে বিজয়ের তিন ধাপ অতিক্রম করেছি। যারা মিটমাটের কথা বলছেন তারা ওইসব অপশক্তির উত্থান চায়। কিছুক্ষণ পর শেরপুর থেকে এসে মঞ্চে উঠেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। তিনি বলেন, পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচন ছেড়ে দেয়ার মওকা খুঁজছে। তাদের এবার সে সুযোগ দেয়া হবে না। নির্বাচন সুষ্ঠু হবে। মন্ত্রী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে আহ্বান জানান। নির্দেশনার অনুলিপি ময়মনসিংহের পুলিশ সুপার এবং জেলা প্রশাসককেও দেয়া হয়েছে।
×