ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পৌর নির্বাচন

মুন্সীগঞ্জ ও মিরকাদিমে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বিপ্লব ও শাহিন

প্রকাশিত: ০৮:২১, ২৯ নভেম্বর ২০১৫

 মুন্সীগঞ্জ ও মিরকাদিমে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বিপ্লব ও শাহিন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ পৌরসভায় জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ফয়সাল আহমেদ বিপ্লবকে আসন্ন পৌর নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী মনোনীত করা হয়েছে। এছাড়া মিরকাদিম পৌরসভায় বর্তমান মেয়র এবং সদ্য আওয়ামী লীগে যোগদানকারী শহিদুল ইসলাম শাহীনকে মনোনয়ন দেয়া হয়। জেলা আওয়ামী লীগ নেতৃত্বাধীন মনোনয়ন বোর্ড শনিবার রাতে আইনজীবী সমিতি ভবনে এ ঘোষণা দেয়। পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন বোর্ডের কাছে প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র জমা নেয়া ও যাচাই বাছাই কার্যক্রম শেষে এ ঘোষণা দেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান। শেখ লুৎফর রহমান বলেন, ২৭ নবেম্বর পৌর নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণের লক্ষ্যে সাত সদস্যের মনোনয়ন বোর্ডের মাধ্যমে যাচাই বাছাই করে নাম পাঠানোর নির্দেশনামূলক চিঠি হাতে আসে। এ নির্দেশনা পেয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির ভবনে জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফসারউদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক সামছুল কবির, শহর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়ার উপস্থিতিতে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা নেয়া ও পরে যাচাই বাছাই করে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। একইভাবে দীর্ঘ বৈঠক শেষে রাত পৌনে ৮টায় মিরাকাদিম মনোনয়ন চূড়ান্ত করা হয়। এই বৈঠকে জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক ছাড়াও মিরকাদিম পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুজ্জামান বাসু উপস্থিত ছিলেন। তবে অসুস্থতার কারণে সংশ্লিষ্ট সাংসদ এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস অনুপস্থিত ছিলেন।
×