ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গ্যাংনাম ভাস্কর্য!

প্রকাশিত: ০৫:৫৪, ২৭ নভেম্বর ২০১৫

গ্যাংনাম ভাস্কর্য!

নিশ্চয় ভূলে যানটি ‘গ্যাংনাম স্টাইল’ শিরোনামের গানটির কথা। দক্ষিণ কোরিয়ান শিল্পী ‘সাই’ ২০১২ সালে রিলিজ দেন তার ছ’নম্বর অ্যালবাম। সবাই, এমনকি শিল্পীও ধরেই নিয়েছিল, বিগত বছরগুলোয় রিলিজ হওয়া আর পাঁচটা অ্যালবামের মতোই ধরাবাঁধা কিছু মানুষ শুনবে গানগুলো। কিন্তু অ্যালবামটির ‘গ্যাংনাম স্টাইল’ নামের গানটি শুধু দক্ষিণ কোরিয়া নয়, পুরো বিশ্ব জুড়েই জনপ্রিয় হয়ে ওঠে। জুলাই মাসে মুক্তি পাওয়া অ্যালবামটির গান আগস্ট আসতে না আসতেই ছড়িয়ে যায় পুরো বিশ্বে। ইউটিউবে প্রথমবারের মতো গানটির ভিডিও প্রায় আড়ইশ কোটি মানুষ দেখেছে। আর এই গানের ক্যালানে অখ্যাত ‘সাই’ রীতিমতো তারকা বনে যান। এবার সেই ‘গ্যাংনাম স্টাইল’ প্রতি সম্মান জানিয়ে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে নির্মাণ করা হয়েছে একটি ভাস্কর্য। গানটির চিত্রধারণের জন্য ব্যবহৃত সিউলের কোয়েক্স শপিং সেন্টারের সামনে তৈরি করা হয়েছে ভাস্কর্যটি। তবে মজার বিষয় হলো, ভার্স্কযের নিচে দাঁড়ালে স্বংক্রিয়ভাবেই বেজে উঠবে গ্যাংনাম স্টাইল গানটি।
×