ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় আ’লীগের ইউনিয়ন কমিটির সম্মেলন পণ্ড

প্রকাশিত: ০৬:০২, ১৬ নভেম্বর ২০১৫

নেত্রকোনায় আ’লীগের ইউনিয়ন কমিটির সম্মেলন পণ্ড

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৫ নবেম্বর ॥ হট্টগোল, হাতাহাতি, টেবিল চাপড়ানি ও চেয়ার ছোড়াছুড়ির মধ্য দিয়ে রবিবার নেত্রকোনা সদর উপজেলার মুক্তিরবাজারে স্থানীয় দু’টি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প- হয়ে গেছে। সদর-বারহাট্টা আসনের সাংসদ যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়সহ জেলা এবং সদর উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে ঘটেছে এসব ঘটনা। জানা গেছে, মুক্তিরবাজারে কালিয়ারা-গাবরাগাতি ও মেদনী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আশরাফ আলী খান খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম বজলুল কাদের শাহজাহান, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জিএম খান পাঠান বিমল এবং সাবেক উপজেলা চেয়ারম্যান তফসির উদ্দিন খান অতিথি হিসেবে যোগ দেন। তাদের আসন গ্রহণের পরপরই কালিয়ারা-গাবরাগাতি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে জেলা ও সদর উপজেলা কমিটির কয়েক শীর্ষ নেতার মধ্যে বাগ্বিত-া শুরু হয়। ওই বাগ্বিত-ার জের ধরে তাদের অনুগত কাউন্সিলর এবং নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
×