ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইনশৃঙ্খলার উন্নতি ঘটানোর দাবি জাপার

প্রকাশিত: ০৪:২৫, ১২ নভেম্বর ২০১৫

আইনশৃঙ্খলার উন্নতি ঘটানোর দাবি জাপার

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে দ্রুত বাস্তবমুখী পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে বিরোধী দল জাতীয় পার্টি। বুধবার রাজধানীর কাকরাইলের দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তরের সম্মেলন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় কেন্দ্রীয় নেতারা এ দাবি জানান। ১৪ নবেম্বর সম্মেলনকে সামনে রেখে আয়োজিত সভায় নেতৃবৃন্দ বলেন, বিরোধী দল জাতীয় পার্টি চায় মানুষ শান্তি ও স্বস্তিতে থাকবে। কোথাও কোন বিশৃঙ্খলা হবে না। হত্যাকা- ঘটবে না। প্রতিটি অপরাধের সুষ্ঠু তদন্ত ও বিচার হবে। অপরাধীদের আনা হবে আইনের আওতায়। কারণ, আমরা শান্তির রাজনীতিতে বিশ্বাস করি। সহিংসতা প্রশ্রয় দেয় না জাপা। তাই সরকারকে এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে বাস্তবমুখী পদক্ষেপ নেয়ার দাবি জানান নেতারা। ‘বীরেরবেশেই ফিরবেন তারেক’ স্টাফ রিপোর্টার ॥ পুরোপুরি সুস্থ হলে বীরেরবেশেই তারেক রহমান দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে যুবদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তারেক রহমান দেশের প্রচলিত আইনে আদালতের অনুমতি নিয়ে দেশের বাইরে গেছেন। তার চিকিৎসা চলছে। তিনি এখন অনেকটাই সুস্থ আছেন। তবে মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি করে তার দেশে ফেরা ঠেকানো যাবে না। নজরুল খান বলেন, সরকার গত ৯ বছরে তারেক রহমানের বিরুদ্ধে ৯ পয়সার দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেননি। চেষ্টা তো কম করেননি। তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মিথ্যা ও বানোয়াট। সরকার খালেদা জিয়ার অনুপস্থিতে তারেক রহমানকে মূল প্রতিদ্বন্দ্বীভাবে আর এ কারণেই তার বিরুদ্ধে মামলা।
×