ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাদের সিদ্দিকী ঋণখেলাপী কিনা সিদ্ধান্তের পর উপনির্বাচন

প্রকাশিত: ০৮:৩৯, ২৮ অক্টোবর ২০১৫

কাদের সিদ্দিকী ঋণখেলাপী কিনা সিদ্ধান্তের পর উপনির্বাচন

স্টাফ রিপোর্টার ॥ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেছেন সুপ্রীমকোর্টের চেম্বার জজ আদালত। একই সঙ্গে ২ নবেম্বর পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশনের করা আপীল আবেদনের শুনানিতে এই আদেশ দেন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এদিকে আদালতের আদেশের পর এ্যাটর্নি জেনারেল বলেছেন, কাদের সিদ্দিকী ঋণখেলাপী কিনা সে বিষয়ে সমাধান হওয়ার পরে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। কাদের সিদ্দিকী ঋণখেলাপী কিনা আগে সিদ্ধান্ত পরে নির্বাচন। আমি মনে করি চেম্বার জজ আদালতের এই আদেশের ফলে কাদের সিদ্দিকীর জন্য ভাল হয়েছে। উল্লেখ্য , ইসির তফসিল অনুযায়ী আগামী ১০ নবেম্বর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
×