ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার;###;ট্রাইব্যুনাল পুনর্গঠনে শুনানি একদিন পেছাল

কিশোরগঞ্জের ৫ রাজাকারের বিরুদ্ধে চার্জ গঠন বিষয়ে আদেশ আজ

প্রকাশিত: ০৫:৪৭, ২২ সেপ্টেম্বর ২০১৫

কিশোরগঞ্জের ৫ রাজাকারের বিরুদ্ধে চার্জ গঠন বিষয়ে আদেশ আজ

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কিশোরগঞ্জের করিমগঞ্জের দুই সহোদর রাজাকার নাসির উদ্দিন আহম্মেদ ও শামসুদ্দিন আহম্মেদসহ পাঁচ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য পুনরায় আজ মঙ্গলবার দিন নির্ধারণ করা হয়েছে। সোমবার এই মামলার অভিযোগ গঠনের ওপর আদেশের জন্য দিন থাকলেও যেহেতু ট্রাইব্যুনাল পুনর্গঠনের ফলে আবার নতুন করে শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এই আদেশ প্রদান করেছেন। ট্রাইব্যুনালে অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মোঃ শাহিনুর ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দী। উল্লেখ্য, ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় একটি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিচারপতি আনোয়ারুল হককে চেয়ারম্যান করে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২ এ কর্মরত সদস্য বিচারপতি মোঃ শাহিনুর ইসলাম ও সুপ্রীমকোর্টের বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দী। বেঞ্চের বিচারপতিরা আসামিদের অভিযোগের বিষয়ে জানতেই ফের শুনানির দিন ধার্য করেছেন। এ সময় ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন, প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল এবং প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন, পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আব্দুস শুকুর খান এবং আসামি শামসুদ্দিন আহমেদের আইনজীবী মোহাম্মদ আতিকুর রহমান এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। ট্রাইব্যুনাল চলাকালে আসামির কাঠগড়ায় তোলা হয় এ মামলার গ্রেফতার হওয়া একমাত্র আসামি এ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদকে।
×