ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক নিরাপত্তা সভা

প্রকাশিত: ০৩:৫৩, ১৬ সেপ্টেম্বর ২০১৫

সড়ক নিরাপত্তা সভা

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৫ সেপ্টেম্বর ॥ কিশোরগঞ্জে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে গণমাধ্যমের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ব্র্যাকের আঞ্চলিক অফিসে সড়ক নিরাপত্তা কর্মসূচী ও এ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ প্রকল্প আয়োজিত সভায় নিরাপদ সড়ক আচরণবিধি প্রবর্তনের ওপর জরিপ উপস্থাপন করা হয়। এ সময় ২০১২ সালের ডিসেম্বরে জেলার ভৈরবের শম্বু গ্রামের ফজর আলীর ছেলে মিঠুন মিয়া (২৪) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে শারীরিক কর্মক্ষমতা হারিয়ে ফেলার বর্ণনা দেন। ই-জিপিবিষয়ক কর্মশালা স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় ইলেকট্রনিক গবর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় এলজিইডি মিলনায়তনে পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমই বিভাগের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামের ব্যবস্থাপনায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন সিপিটিইউয়ের উপ-পরিচালক রূপম আনোয়ার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএফএম এহতেশামুল হক প্রমুখ আলোচনায় অংশ নেন। অসমাপ্ত আত্মজীবনী পাঠ নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ১৫ সেপ্টেম্বর ॥ ময়মনসিংহের গফরগাঁওয়ে শিশু-কিশোরদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী পাঠ ও বঙ্গবন্ধুকে জানো শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার স্থানীয় খায়রুল্লাহ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল। হাজারো শিক্ষার্থী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী পাঠ ও বঙ্গবন্ধুকে জানো প্রশ্নোত্তর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মুন্সীগঞ্জ থেকে ঢাবি বাস স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ থেকে এখন নিয়মিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস চলবে। মঙ্গলবার প্রথমবারের মতো এই বাসে চড়ে ৫০ শিক্ষার্থী ঢাবি থেকে মুন্সীগঞ্জে আসে। বিকেলে শহরের হাইস্কুল পয়েন্টে তাদের ফুল দিয়ে বরণ করেন ঢাবির প্রাক্তন ছাত্র কেন্দ্রীয় আওয়ামী লীগর উপ-কমিটির সহ-সম্পাদক ফয়সাল বিপ্লব। এর আগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভিসি আ.আ.ম.স. আরেফিন সিদ্দিক ও প্রোভিসি শহীদ আক্তার হোসেন। মুন্সীগঞ্জ বিক্রমপুর ছাত্র কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের বাসটি চলবে ‘ইদ্রাকপুর’ নামে।
×