ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাউফলে লঞ্চঘাটে অতিরিক্ত টোল আদায়

প্রকাশিত: ০৬:১১, ১৩ সেপ্টেম্বর ২০১৫

বাউফলে লঞ্চঘাটে অতিরিক্ত টোল আদায়

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১২ সেপ্টেম্বর ॥ বাউফলের কালাইয়া লঞ্চঘাটে চলছে নৈরাজ্য। ঘাট ইজারাদারের লোকজনের হাতে নাজেহাল হচ্ছেন যাত্রীরা। দুই টাকার টিকেটে নেয়া হয় পঁাঁচ টাকা করে। জানা গেছে, বিআইডব্লিউটিএ কালাইয়া লঞ্চঘাটটি চলতি বছর মে মাসে ৬ লাখ ১০ হাজার টাকায় স্থানীয় জমির হোসেনের কাছে ইজারা প্রদান করেন। অভিযোগ রয়েছে, ইজারাদার জমির হোসেন সরকারের কোন নিয়মনীতির তোয়াক্কা না করে নিজের ইচ্ছেমতো ঘাট থেকে টোল আদায় করছেন। সরকারীভাবে ঘাটের প্রবেশ মূল্য দুই টাকা হলেও তিনি নিচ্ছেন পাঁচ টাকা করে। এ ছাড়াও ঘাটে লঞ্চ ভিড়ানো ও মালামাল আনা-নেয়ার সময় অতিরিক্ত টোল নেয়া হয়। একতলা ও দোতলা লঞ্চ থেকে যথাক্রমে দেড় শ’ ও এক হাজার টাকা করে টোল আদায় করা হচ্ছে। মালামাল আনা-নেয়ার সময় এক শ’ থেকে পাঁশ টাকা করে টোল নেয়া হচ্ছে। এ নিয়ে প্রতিবাদ করলে ঘাট ইজারাদারের লোকজনের হাতে যাত্রীরা নাজেহাল হন। কালাইয়া গ্রামের আবদুল লতিফ মোল্লা অভিযোগ করেন তিনি শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে দোতলা লঞ্চযোগে হাতে বহনযোগ্য কিছু মালামাল নিয়ে পরের দিন সকালে কালাইয়া লঞ্চঘাটে নামলে ইজারাদারের লোকজন তার কাছে এক শ’ টাকা টোল দাবি করে। তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তার সঙ্গে খারাপ আচরণ করা হয়। একপর্যায়ে তাকে নাজেহাল করে ৫০ টাকা নিয়ে যায়। এভাবে প্রায় প্রতিদিন কোন না কোন যাত্রী ইজারাদারের লোকজনের হাতে লাঞ্ছিত হচ্ছেন। এ ব্যাপারে অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না তারা।
×