ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জ ও পাবনার ৩৯ জনের হজ অনিশ্চিত ॥ সংবাদ সম্মেলনে অভিযোগ

প্রকাশিত: ০৫:৩৬, ১১ সেপ্টেম্বর ২০১৫

সিরাজগঞ্জ ও পাবনার ৩৯ জনের হজ অনিশ্চিত ॥ সংবাদ সম্মেলনে অভিযোগ

সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ১০ সেপ্টেম্বর ॥ শাহজাদপুর উপজেলার ১৭ জনসহ সিরাজগঞ্জ ও পাবনা জেলার ৩৯ জন হজযাত্রীর কাছ থেকে চুক্তি মোতাবেক জনপ্রতি ২ লাখ ৭০ হাজার টাকা নিয়ে পাবনার আল ফাতাহ্ ট্রাভেলস্ ইন্টারন্যাশনাল নামক একটি প্রতিষ্ঠানের মালিক ইব্রাহিম খলিল উধাও হয়ে গেছেন। ফলে ৩৯ জন হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এসব হজযাত্রী এ বছরেই হজ পালনের ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তেক্ষেপ কামনা করেছেন। বৃহস্পতিবার সকালে শাহজাদপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব হজযাত্রীর স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন ছানোয়ার হোসেন। লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলা সদরের দিলরুবা বাসস্ট্যান্ড জামে মসজিদের পেশ ইমাম আনিছুর রহমান ও দ্বারিয়াপুর মহল্লার মান্নান বিশ্বাসের মাধ্যমে তাদের পরিচিত মোয়াল্লেম পাবনার আল-ফাতাহ্ ট্রাভেল্স ইন্টারন্যাশনাল (যার লাইসেন্স নং-৪৯৮৭) এর মালিক আলহাজ ইব্রাহিম খলিলের সঙ্গে ৩৯ হজযাত্রীর চুক্তি হয়। চুক্তি মোতাবেক পাসপোর্ট, ভিসা, বিমানের টিকেট, মক্কা-মদিনায় থাকার ঘর ভাড়া বাবদ গত ১ সপ্তাহ ধরে তার পাবনার অফিস এবং বাসায় তালা বদ্ধ করে উধাও হয়ে গেছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে হজগমনেচ্ছুরা ভুয়া মোয়াল্লেম ইব্রাহিম খলিল ও রৌমারী ট্রাভেল্স এ্যান্ড র্ট্যুসের মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
×