ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় শিশুদের দুই ঘণ্টা রোদে দাঁড়িয়ে রেখে ফটোসেশন

প্রকাশিত: ০৬:৫৩, ১০ সেপ্টেম্বর ২০১৫

সাতক্ষীরায় শিশুদের দুই ঘণ্টা রোদে দাঁড়িয়ে রেখে ফটোসেশন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ প্রচ- গরমে ফেস্টুন দিয়ে রোদের তাপ থেকে বাঁচার চেষ্টা করছে শিশুরা। তবু ছবি তোলার শেষ নেই। সাক্ষরতা দিবস পালনের নামে ফটো সেশন করার জন্য ছোট শিশুদের টানা ২ ঘণ্টা প্রচ- রোদে দাঁড় করিয়ে রাখার ঘটনা নিয়ে তোলপাড় শুরু“হয়েছে। এ ঘটনায় বিভিন্ন মহলে চলছে ক্ষোভ। সাস এনজিওর অর্থায়নে শ্যামনগর উপজেলা প্রসাশন এই কর্মসূচীর আয়োজন করে মঙ্গলবার। স্বাক্ষরতা দিবস পালনের নামে মোবাইল আর ক্যামেরায় ছবি তুলে দিবসের ইতি টানা হয় বলে অভিযোগ। আর এজন্য শিশুদের ফেস্টুন নিয়ে প্রায় ২ ঘণ্টা রোদে দাঁড় করিয়ে রাখা হয়। আর ২ ঘণ্টা রৌদ্রে দাঁড়ানোর জন্য শিশুদের দেয়া হয় ১টাকা দামের একটি করে চকোলেট। এ ধরনের কমসূচী পালনের নামে শিশুদের শারীরিক ও মানষিকভাবে নির্যাতন করার পাশাপাশি সরকারের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগও উঠেছে এই সাস সংস্থার বিরুদ্ধে। তবে এই সংস্থার পরিচালক ইমান আলী শিশুদের রৌদ্রে দাঁড় করিয়ে রাখার অভিযোগ স্বীকার করে বুধবার বিকেলে বলেন, কর্মসূচী পালনের দায়িত্ব ছিল প্রশাসনের। তারা শুধু সহযোগিতা করেছে মাত্র।
×