ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জয় দিয়ে শুরু ফেদেরারের, মহিলা এককে দ্বিতীয় পর্বে আজারেঙ্কা-পেনেত্তা

সিনসিনাতিতে খেলছেন না শারাপোভা

প্রকাশিত: ০৬:১৯, ২০ আগস্ট ২০১৫

সিনসিনাতিতে খেলছেন না শারাপোভা

স্পোর্টস রিপোর্টার ॥ চোটের কারণে রজার্স কাপ থেকে নাম প্রত্যাহর করে নিয়েছিলেন মারিয়া শারাপোভা। তবে কথা দিয়েছিলেন সিনসিনাতি মাস্টার্সে খেলবেন তিনি। সবকিছুই ঠিক ছিল তার। কিন্তু মঙ্গলবার হঠাৎ করেই সিনসিনাতি মাস্টার্সেও না খেলার কথা জানান রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্ল। ফলে ইউএস ওপেনের আগে কোন টুর্নামেন্টেই খেলার সুযোগ পেলেন না টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। তবে সিনসিনাতি মাস্টার্সে না খেলানোর সিদ্ধান্তটা যে খুব কঠিন ছিল তা নিজের মুখেই জানিয়েছেন শারাপোভা। এ বিষয়ে তিনি বলেন, ‘এমন একটা সিদ্ধান্ত নিতে অনেক কষ্ট হয়েছে। কিন্তু আমি মনে করি বুদ্ধিমান একটা সিদ্ধান্তই নিয়েছি। কারণ ইউএস ওপেনে খেলার জন্য পুরোপুটির ফিট হতে শরীরকে আমার যথেষ্ট সময় দেয়া উচিত বলেই মনে করি আমি।’ গত উইম্বলডনে শেষবারের মতো কোর্টে নেমেছিলেন মাশা। সেই টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব থেকেই ছিটকে যান তিনি। আমেরিকান টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের কাছে লজ্জাজনকভাবে হেরে উইম্বলডন থেকে ছিটকে যাওয়ার পর আর কোন ইভেন্টেই খেলা হয়নি তার। ইউএস ওপেনের আগে প্রস্তুতি মঞ্চ হিসেবেই বিবেচিত হয় রজার্স কাপ আর সিনসিনাতি মাস্টার্স। এবার তার দুটোর কোনটিতেই খেলতে পারলেন না টেনিস র‌্যাঙ্কিংয়ের এই দুই নাম্বার তারকা। শারাপোভার না খেলানোর কারণে ওয়াকওভারে টুর্নামেন্টের তৃতীয় পর্বে জায়গা করে নিয়েছেন সার্বিয়ার আনা ইভানোভিচ। এদিকে মহিলা এককে প্রথম পর্বে জয়ের দেখা পেয়েছেন সেøায়ানে স্টিফেন্স, ফ্লাভিয়া পেনেত্তা, ভিক্টোরিয়া আজারেঙ্কা এবং ক্যামিলা জর্জির মতো খেলোয়াড়রা। এদিকে পুরুষ এককে জয় দিয়ে শুরু করেছেন রজার ফেদেরার। উইম্বলডনের ফাইনালে নোভাক জোকোভিচের কাছে পরাজয়ের পর এবারই প্রথমবারের মতো কোর্টে নেমেছিলেন সুইস তারকা। কিন্তু জয় পেতে খুব বেশি কষ্ট করতে হয়নি তাকে। টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে নিজেকে মেলে ধরেছেন দারুণভাবে। মঙ্গলবার তিনি সরাসরি ৬-৪ ও ৬-৪ গেমে হারিয়েছেন রবার্তো আগটকে। দীর্ঘদিন পর কোর্টে ফিরেই জয়ের পর কিছুটা স্বস্তি পেলেন ফেদেরার। এ বিষয়ে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘হার্ড কোর্টে খেলার জন্য মানসিকভাবে নিজেকে তৈরি করতে হয়। এই কোর্টে খেলার জন্য অনেক খেটেছি। নিজেকে তৈরি করেছি সেভাবেই। দ্বিতীয় পর্বে ভাল জয় পেলাম। পরবর্তী রাউন্ডেও যাতে একই রকম পারফর্মেন্স করতে পারি তার জন্য সতর্ক থাকতে হবে।’
×