ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চুরির অভিযোগ

পাবনায় পরিচ্ছন্ন কর্মীকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৬:১৯, ২ আগস্ট ২০১৫

পাবনায় পরিচ্ছন্ন কর্মীকে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১ আগস্ট ॥ বাই সাইকেল চুরির অভিযোগে কারখানার এক পরিচ্ছন্ন কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ওই পরিচ্ছন্ন কর্মী মারা যাওয়ায় ফুড কোম্পানির মালিকের বাড়ি ভাংচুর ও রাস্তা অবরোধ করে পরিচ্ছন্ন কর্মীরা। নিহত কর্মী শহরের হরিজন পল্লীর শাওন কুমার দাসের ছেলে তুলসী কুমার দাস (২৮)। এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে রবিবার থেকে হরিজন সম্প্রদায় কোন কাজ করবে না বলে ঘোষণা দিয়েছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুল হক জানান, পাবনা শহরের শালগাড়িয়া মহল্লার হাসপাতাল রোডের নিয়ম ফুড লিমিটেডের পরিচ্ছন্ন কর্মী হিসেবে তুলসী কুমার দাস কর্মরত ছিল। শনিবার সকালে ওই কারখানার একটি বাইসাইকেল চুরি হয়। চুরির ঘটনায় তুলসীকে দায়ী করে কারখানার মালিক পক্ষের লোকজন বেদম মারপিট করে কারখানায় আটকে রাখে। এক পর্যায়ে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিকেল ৪ টার দিকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় তার মৃত্যু ঘটে। এ খবর হরিজন সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়লে তারা তাৎক্ষণিক কারখানা মালিকের বাড়ি ও কারখানা ঘেরাও করে বিক্ষোভ করে।
×