ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নওগাঁয় আতাইকুলা গণহত্যা দিবস আজ

প্রকাশিত: ০৪:০২, ২৫ এপ্রিল ২০১৫

নওগাঁয় আতাইকুলা  গণহত্যা দিবস  আজ

বিশ্বজিৎ মনি, নওগাঁ ॥ আজ ২৫ এপ্রিল। এই দিনটি নওগাঁ জেলার রাণীনগর উপজেলার আতাইকুলা গ্রামবাসীর কাছে বেদনাবিধুর এক স্মরণীয় দিন। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা দিন। রাণীনগরে ২৫ এপ্রিল দিনটিতে যেমন শোকের ছায়া নেমে আসে, তেমনি এই দিনটিকে নিয়ে এলাকাবাসী গর্ববোধও করেন। ১৯৭১ সালের এই দিন পাকি হানাদার বাহিনী নওগাঁর রাণীনগর উপজেলার আতাইকুলা গ্রামে গণহত্যা চালায়। নিরস্ত্র-নিরপরাধ গ্রামবাসীর ওপর চালিয়েছিল বর্বর হামলা। এদেশীয় রাজাকার আলবদরদের প্রত্যক্ষ সহযোগিতায় বাড়ি থেকে ডেকে নিয়ে এসে যজ্ঞেশ্বর পালের বাড়ির বৈঠকখানার সামনের আঙিনায় যজ্ঞেশ্বর ও তার পুত্র, ভাতিজাসহ ৫২ গ্রামবাসীকে ‘জয় বাংলা বলতা হ্যায়, নৌকা মে ভোট দিতা হ্যায়’ ব্যঙ্গ করে এই স্লোগান দিতে দিতে পাকি-হানাদাররা মেশিনগান দিয়ে ব্রাশফায়ারে হত্যা করে গ্রামের নিরীহ মানুষদের।
×