ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বরিশালের গ্রামে স্কুলে দুই ব্রিটিশ শিক্ষিকা

প্রকাশিত: ০৬:৩৫, ৭ এপ্রিল ২০১৫

বরিশালের গ্রামে স্কুলে দুই ব্রিটিশ শিক্ষিকা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ কোমলমতি শিশুদের শিক্ষার মানোন্নয়নে সোমবার দিনভর জেলার আগৈলঝাড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের একাধিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন দুই ব্রিটিশ শিক্ষিকা। জানা গেছে, ব্রিটিশ কাউন্সিলের কানেকটিং ক্লাসরুম প্রোগ্রামের আওতায় উপজেলার পূর্ব সুজনকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক স্কুল পরিদর্শন করেন ব্রিটিশ হাডসন রোড প্রাথমিক ¯ু‹লের শিক্ষিকা মিস ক্লেয়ার ও ওয়াসিংটন স্কুলের মিস লেসলি। স্কুলের শিক্ষক, শিক্ষিকা, অবিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্য ছাড়াও তাঁরা এসব স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন- ব্রিটিশ কাউন্সিলের কানেকটিং ক্লাসরুম প্রোগ্রামের সমন্বয়কারী জাকির শাহীন। মাদক বিক্রেতার মোটরসাইকেলের চাপায় পুলিশ নিহত স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে মাদক ব্যবসায়ীদের মোটরসাইকেলের চাপায় পুলিশ কনস্টেবেল ইসমাইল মুন্সি (৫৫) নিহত হয়েছেন। সোমবার সকালে সদর উপজেলার দোগাছিয়া কলেজের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন যশোর সদর উপজেলার সাঁজিয়ালি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি নাটোরের রামনগর এলাকায়। সীতাকু-ে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম থেকে জানান, সীতাকু-ে সড়ক দুর্ঘটনায় মোঃ মাসুদ (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গত সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ ঘোড়ামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওয়ার্ল্ড ভার্সিটিতে সেমিনার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক ট্রাফিক এ্যাওয়ার ডাইনামিক নেটওয়ার্ক প্রোভিশনিং ফর এনার্জি ইফিসিয়েন্ট গ্রাম সেল্যুলার সিসটেমস শীর্ষক সেমিনার বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ ফরহাদ হোসেন। সভাপতিত্ব করেন অধ্যাপক ড. কাজী দীন মোহাম্মদ খসরু, এ্যাডভাইজার, ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ। প্রধান অতিথি হিসেবে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোর্শেদা চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্ট্রিজের সেক্রেটারি ড. মুশফিক এম চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজে সুবর্ণজয়ন্তী শনিবার আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের সুবর্ণজয়ন্তী উৎসব উদ্বোধন করা হয়। আইডিয়াল স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। বিশেষ অতিথি ছিলেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতি সাবের হোসেন চৌধুরী (এমপি), একেএম রহমত উল্লাহ (এমপি), জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শিরীন নাঈম পুনম এবং এক্সিম ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক নূরুল ফজল বুলবুল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ শাহান আরা বেগম, ৫০ বছর পূর্তি উদযাপন কমিটির চেয়ারম্যান গোলাম আশরাফ তালুকদার এবং সাধারণ সম্পাদক ওল্ড আইডিয়ালস এ্যাসোসিয়েশন কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। -বিজ্ঞপ্তি।
×