ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বজ্রপাতে সাব-স্টেশনে অগ্নিকাণ্ড

আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ

প্রকাশিত: ০৬:২৯, ৭ এপ্রিল ২০১৫

আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ বজ্রপাতে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ সারকারখানার নিজস্ব বিদ্যুত উৎপাদন ইউনিটের সাবস্টেশনে রবিবার রাতে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে করে বিদ্যুত উৎপাদন ও সঞ্চালন তাৎক্ষণিক বন্ধ হয়ে কারখানাটির সবগুলো বিভাগ মাস্টার ট্রিপ ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। বর্তমানে কারখানা ও কলোনি এলাকায় বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে। কারখানার প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করেছেন। তবে পুনরায় ইউরিয়া সার উৎপাদনে ফিরে আসতে আরও ২/৩ দিন সময় লাগতে পারে। কারিগরি বিভাগ সূত্রে জানা যায়, সার কারখানা নিজস্ব ২৭ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২টি বিদ্যুত উৎপাদন ইউনিটে ১২ মেগাওয়াট উৎপাদন হচ্ছিল। উৎপাদিত বিদ্যুত দিয়ে কারখানার ইউরিয়া সার উৎপাদন অব্যাহত ছিল। কিন্তু রবিবার রাত প্রায় ৮টায় হঠাৎ বজ্রপাতের কারণে বিকট শব্দ হয়ে ইউনিট ২টির সাবস্টেশনে শর্টসার্কিট হয়ে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে নিজস্ব ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও বিদ্যুত সরবরাহ বন্ধ থাকায় কারখানার সবক’টি প্লান্ট (এ্যামোনিয়া, সিওটু, ইউটিলিটি, ওয়াটার প্লান্ট) এক যোগে মাস্টার ট্রিপ করে বন্ধ হয়ে যায়। কারখানার মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী মোঃ ওমর খৈয়াম জানান, বজ্রপাতে কারখানার বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লেগে কারখানাটি মাস্টার ট্রিপ করে ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে। মেরামত কাজ শুরু হয়েছে, উৎপাদনে আসতে ২দিন সময় লাগতে পারে। নীলফামারীতে বাল্য বিয়ে, কনের বাবার জরিমানা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুরে দশম শ্রেণীর এক ছাত্রকে জোর করে বাল্য বিয়ে দেয়ার দায়ে কনের পিতাকে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী এ রায় দেন। অর্থদ-প্রাপ্ত ব্যক্তি হলেন সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর বাগানবাড়ীর মোঃ আবু তালেব। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সৈয়দপুর উপজেলার কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মঞ্জুরুল ইসলাম রুবেল। সে দিনাজপুরে পার্বতীপুর উপজেলার সোনাপুকুর চাকলা গ্রামের রাজমিস্ত্রি তোফায়েল হোসেনের পুত্র। রুবেল তার মামা মোঃ বাবুল হোসেনের সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর বাগানবাড়ির এলাকার বাড়িতে থেকে লেখাপড়া করছে। ঘটনার দিন ২ এপ্রিল রাতে রুবেলকে ডেকে নিয়ে যায় স্কুলের সহপাঠী ছাত্রীর ওই পিতা। এ সময় রুবেলকে আটক করে ওই সহপাঠী ছাত্রীর সাথে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়। ওই বাল্যবিয়ের বিষয়ে রুবেলের মামী মোছাঃ লিপি আক্তার ৩ এপ্রিল রাতে সৈয়দপুর ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দেন।
×