ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

চাঁপাইনবাবগঞ্জ বিদ্যুত উন্নয়ন বোর্ড

অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার বিদ্যুত সরঞ্জাম

প্রকাশিত: ০৩:৫০, ১১ মার্চ ২০১৫

অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার বিদ্যুত সরঞ্জাম

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ কয়েক শত কোটি টাকার ট্রান্সফরমারসহ আনুষঙ্গিক বিভিন্ন বিদ্যুত সরঞ্জাম অযত্ন অবহেলায় পড়ে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ বিদ্যুত উন্নয়ন বোর্ড চত্বরে। খোলা আকাশের নিচে পড়ে থাকা এ সব বিদ্যুত সরঞ্জাম রক্ষণাবেক্ষণে নেই কোন উদ্যোগ। একইভাবে অতীতে ব্যবহৃত সরঞ্জাম, পিকআপ, মোটরগাড়িসহ প্রায় ৩০ ধরনের সরঞ্জাম দেখভাল ও মেরামত না করায় আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। বার বার তাগিদের পরেও উদ্যোগ নেই জরুরী বিদ্যুত সরবরাহ কাজে ব্যবহৃত জীপগাড়িসহ অন্যান্য বিদ্যুত সরঞ্জাম পুনঃসংস্কার বা মেরামতের। এ ধরনের গাড়ির সংখ্যা প্রায় অর্ধডজন। বিশেষ করে খুবই জরুরী বিদ্যুত সরবরাহ ও বণ্টনের কাজে ব্যবহৃত ট্রান্সফরমার খোলা আকাশের নিচে ফেলে রাখায় সৃষ্টি হয়েছে যান্ত্রিক ত্রুটি বর্তমানে বিদ্যুত উন্নয়ন বোর্ডের চত্বরে যে সব ট্রান্সফরমার দীর্ঘদিন পড়ে রয়েছে তার অধিকাংশ নষ্ট হয়ে যাওয়ার পর্যায়ে রয়েছে। আবার যে সব ট্রান্সফরমার সার্ভিসে থাকাকালীন ত্রুটি ধরা পড়ায় মেরামতের জন্য খুলে আনা হয়েছে সেগুলো স্থায়ী অচল হয়ে পড়ার মুখে পড়েছে। বিদ্যুত উন্নয়ন বোর্ডের স্থানীয় কেন্দ্রে গড়ে উঠা অবৈধ ট্রান্সফরমার সিন্ডিকেট নতুন ট্রান্সফরমার সরবরাহ করে না পয়সা ছাড়া। বিশেষ করে এ ধরনের হয়রানির স্বীকার হয়ে থাকে কৃষকরা। জেলার বিভিন্ন এলাকায় সেচ কাজে যে সব ট্রান্সফরমার ব্যবহার হয়ে থাকে তার অধিকাংশ চুরি যায় নতুবা ত্রুটি ধরা পড়ে। এ সুযোগ গ্রহণ করে বিদ্যুত বিভাগের গড়ে ওঠা অবৈধ সিন্ডিকেট। তারা ঘুষ ছাড়া নতুন ট্রান্সফরমার সরবরাহ কিংবা মেরামত করে না। স্থানীয় বোর্ডের ডিভিশন-১ এর আওতায় গড়ে ওঠা বিদ্যুত যন্ত্রপাতি সিন্ডিকেট নতুন ট্রান্সফরমার সরবরাহের খাত ছাড়াও নানান ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতিকে পরিত্যক্ত ঘোষণা করে বা দীর্ঘদিন অযতœ অবহেলায় ফেলে রেখে নষ্ট হওয়া বিদ্যুত যন্ত্রপাতিকে ভাংড়ির দোকানে বিক্রি করে পকেট ভর্তি করছে। আর এ কারণেই কয়েক শত কোটি টাকার ট্রান্সফরমারসহ অন্যান্য বিদ্যুত সরঞ্জামাদি বাইরে ফেলে রেখে নষ্ট হয়ে যাবার অপেক্ষায় রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ বিদ্যুত উন্নয়ন বোর্ডের বিশাল চত্বরের সিংহভাগ এলাকা জুড়ে অযতœ অবহেলায় পড়ে রয়েছে নতুন, পুরাতন, পরিত্যক্ত বিদ্যুত সরঞ্জামাদি। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিদ্যুত প্রকৌশলী জানান, কোটি কোটি টাকার বিদ্যুত সরঞ্জাম ইতোমধ্যেই নষ্ট হয়েছে ও হচ্ছে যা দেখার কেউ নেই।
×