ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

অনুমতি না নিয়েই ৪শ’ সরকারী গাছ বিক্রি ॥ ২৬ উদ্ধার

প্রকাশিত: ০৩:৪৯, ১১ মার্চ ২০১৫

অনুমতি না নিয়েই ৪শ’ সরকারী গাছ বিক্রি ॥ ২৬ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১০ মার্চ ॥ গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের বেসাইন গ্রামের অভ্যন্তরীণ সড়কের ৪শ’ গাছ সরকারী অনুমতি না নিয়েই বিক্রি করার সময় সোমবার পুলিশ ঘটনাস্থল থেকে ২৬টি কাটা গাছ উদ্ধার করেছে। পুলিশের হস্তক্ষেপের কারণে বাকি গাছ আর কাটা সম্ভব হয়নি। এলাকাবাসীর অভিযোগে জানা গেছে, কামদিয়া ইউপি চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু ও স্থানীয় বেসাইন সমিতির সভাপতি সন্তোষ চন্দ্র যোগসাজশের মাধ্যমে সরকারী অনুমতি না নিয়েই বেসাইন সড়কের ওই ৪শ’ গাছ বিক্রি করে দেন। ওই ৪শ’ গাছ ৩ লক্ষ ৮০ হাজার টাকায় স্থানীয় এক কাঠ ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়। সোমবার ওই গাছ কাটার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৬টি কাটা ইউক্যালিপটাস গাছ জব্দ করে। কামদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। তিনি বলেন, ২০০৬ সালে ইউনিয়ন পরিষদের সঙ্গে অংশীদারিত্বের চুক্তিতে স্থানীয় বেসাইন সমিতি ওই সড়কের ১ কি.মি. এলাকায় বিভিন্ন প্রজাতির প্রায় এক হাজার গাছ লাগায়। গোবিন্দগঞ্জ উপজেলার বৈরাগীরহাট তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই এমএ ওয়াহেদ জানান, সরকারী অনুমতি ছাড়াই মঙ্গলবার গাছ কাটা শুরু করলে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে কর্তনরত গাছগুলোর মধ্য থেকে ২৬টি কাটা গাছ জব্দ করা হয়।
×