ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ফের গায়েবি বিবৃতি নাশকতার আন্তর্জাতিক তদন্ত চায় বিএনপি

প্রকাশিত: ০৫:৪৩, ২ মার্চ ২০১৫

ফের গায়েবি বিবৃতি নাশকতার আন্তর্জাতিক  তদন্ত চায়  বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ আবারও বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের নামে গায়েবি বিবৃতি দেয়া হয়েছে। রবিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এমন এক বিবৃতিতে জাতিসংঘের তত্ত্বাবধানে বিচারবহির্ভূত হত্যা, অপহরণ, মানবাধিকার লঙ্ঘন ও পেট্রোলবোমাসহ সকল নাশকতার আন্তর্জাতিক তদন্তের আহবান জানানো হয়। বিবৃতিতে অভিযোগ করা হয়, শাসকশ্রেণীই আন্দোলনকে কলুষিত করে সন্ত্রাসী ও জঙ্গী কর্মকা- হিসেবে রূপদানের কুৎসিত অপচেষ্টা অব্যাহত রেখেছে। দমন-পীড়নের নোংরা অজুহাত সৃষ্টির কুমানসেই ‘সরকারী সন্ত্রাসীরা’ পেট্রোলবোমাসহ সকল নাশকতা চালিয়ে আন্দোলনকারীদের ওপর দায় চাপানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে বিএনপিসহ ২০ দলীয় জোটের অসংখ্য নেতাকর্মীকে বাসা থেকে গ্রেফতার করে পেট্রোলবোমাবাজ সাজানো হচ্ছে এবং নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থায় জঘন্য কায়দায় স্বীকারোক্তি আদায় করা হচ্ছে। কিন্তু জনগণের প্রবল শক্তির কাছে নতি স্বীকার করা ছাড়া সরকারের কোন গত্যন্তর থাকবে না। অজস্র নির্যাতনের শৃঙ্খল ভেঙ্গে এই আন্দোলন এখন চূড়ান্ত পরিণতির দিকে অগ্রসরমান। জাতির ক্রান্তিলগ্নে রাজনৈতিক সঙ্কটের রাজনৈতিক সমাধানের লক্ষ্যেই বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
×