ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কলমের পরিবর্তে চাবুক....

প্রকাশিত: ০৫:৪২, ২ মার্চ ২০১৫

কলমের পরিবর্তে চাবুক....

কতইবা বয়স হবে ছেলেটির। আনুমানিক ১২ বছর। এ সময়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলে যাওয়ার কথা ছেলেটির। কিন্তু না। তা হয়নি। এই বয়সেই ছেলেটির কাঁধে চেপেছে সংসারের ঘানি। বেছে নিতে হয়েছে ঘোড়ার গাড়ি চালানোর কাজ। কলমের পরিবর্তে তার হাতে এখন চাবুক। প্রতিদিন ঢাকার সদরঘাট থেকে গুলিস্তান পর্যন্ত ঘোড়ার গাড়ি চালায় রাশেদ। এ থেকে প্রতিদিন শ‘তিনেক টাকা পর্যন্ত আয় হয় ছেলেটির। তা দিয়েই বিধবা মাকে নিয়ে সংসার চলে তার। রবিবার সদরঘাট এলাকা থেকে ছবি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী মাসুদুর রহমান।
×