ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে নগরজীবন স্বাভাবিক ॥ দূরপাল্লার যাত্রীদের দুর্ভোগ

প্রকাশিত: ০৩:৫৪, ৯ জানুয়ারি ২০১৫

চট্টগ্রামে নগরজীবন স্বাভাবিক ॥ দূরপাল্লার যাত্রীদের দুর্ভোগ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধের তৃতীয় দিন বৃহস্পতিবারও চট্টগ্রামে নগরজীবন স্বাভাবিক ছিল। তবে শহরের সড়কগুলোতে যানবাহন অন্যান্য দিনের মতো চলাচল করলেও দূরপাল্লার বাস চলাচল ব্যাহত হয়। ফলে সপ্তাহ শেষে বাড়িমুখো যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। তবে মহাসড়কেও পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল ছিল অনেকটাই স্বাভাবিক। এদিকে আতঙ্ক সৃষ্টি করতে গত বুধবার রাতে চট্টগ্রাম প্রেসক্লাব ভবন লক্ষ্য করে দুটি হাতবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা বোমাগুলো ছুড়ে দ্রুত স্থান ত্যাগ করে। বৃহস্পতিবার ছিল অবরোধের তৃতীয় দিন। নগরীর চিত্র দেখে অবশ্য বোঝারই উপায় নেই যে কোন আন্দোলনের কর্মসূচী চলছে। কোথাও কোন ধরনের মিছিল সমাবেশ কিংবা অবরোধকারীদের তৎপরতার খবর পাওয়া যায়নি। গ্রেফতার আতঙ্কে গা ঢাকা দিয়ে আছেন বিএনপির নেতারা। নাশকতার আশঙ্কায় নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকলেও শান্তিভঙ্গের মতো ঘটনা ঘটেনি। নগরীর বাইরে জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকু- ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া ও লোহাগাড়ায় বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়া নগরীতেও দায়িত্বে রয়েছে অতিরিক্ত পুলিশ। মহাসড়কে যাত্রীবাহী দূরপাল্লার বাস চলাচল সীমিত থাকলেও পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান যথারীতি চলছে। নওগাঁ শহরে যানজট নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, বৃহস্পতিবার ২০ দলীয় জোটের অবরোধ কর্মসূচী নওগাঁয় পুরোপুরি ফ্লপ করেছে। সকাল থেকেই শহরের রাস্তা-ঘাটে সব প্রকার যানবাহন নিয়ে রাস্তায় নেমে আসে মানুষ। শহরের জীবনযাত্রা ছিল স্বাভাবিক। শহরের ব্রিজের মোড়সহ বিভিন্ন রাস্তা-ঘাটে ছিল বিশাল যানজট। বৃহস্পতিবার সকালে ২০ দলীয় জোট শহরের পশ্চিমে বালুডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন মাতাজি মোড়ে রাস্তায় বসে কিছুক্ষণ অবস্থান নেয়। জেলা বিএনপির আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু এই অবস্থানের নেতৃত্ব দেন। সেখানেই তারা অবরোধের পক্ষে বক্তব্য রাখেন। কিন্তু এসব নেতাকর্মীরা শহর থেকে রীতিমতো অটোরিক্সা, ব্যাটারি চালিত চার্জার, রিক্সা-ভ্যান বা মোটরসাইকেলে চেপেই সেখানে গিয়েছেন। তাদের এই অবরোধে বিশ্ব এজতেমাগামী মুসল্লিদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
×