
“রাখেন আপনার ভোটের রাজনীতি। আপনি চাইলেও আমাকে ভোট দিতে পারবেন আমি তা বিশ্বাস করি না। আল্লাহ চাইলে ভোট দেওয়ার সময় আপনার হাত প্যারালাইজড করে দিতে পারেন। ভোট দিতে চান আমাকে দেবেন আরেকজনকে। তাই আগে আসুন, এই জমিনে আমরা আল্লাহর দ্বীন কায়েম করি। আল্লাহই ঠিক করে দেবেন এই জমিনের নেতা কে হবেন।”
আজ শুক্রবার সকাল ৯টায় নাজিরপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশে এ কথা বলেন, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।
তিনি ওই সমাবেশে আরও বলেন, “যারা কোরআন পড়েন না, তাদেরকে কেয়ামতের দিন অন্ধ করে উঠানো হবে। আপনি যদি অন্ধ হয়ে উঠেন, তাহলে যিনি আপনাকে সৃষ্টি করলেন সেই আল্লাহকে দেখবেন কীভাবে? প্রিয় রাসুলকে (সঃ) দেখবেন কীভাবে?”
জামায়াতের এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, “আমি যখন কোরআনের কথা বলি, তখন আমার বাবাকে ভুলে যাই, আমি যখন কোরআনের কথা বলি তখন আমার শিক্ষককে ভুলে যাই। আমি যখন ইসলামী আন্দোলনের কথা বলবো তখন অন্য কোনো কথা বলবো না। আমি ইনিয়ে বিনিয়ে কথা বলা পছন্দ করি না। আগে নিজেকে পরিবর্তন করতে হবে, আমরা পরিবর্তন না হলে এই নাজিরপুর ইউনিয়ন পরিবর্তন হবে না। আমরা পরিবর্তন না হলে এই বাউফল পরিবর্তন হবে না, এই বাংলাদেশ পরিবর্তন হবে না। তাই আসুন, এই পরিবর্তনের জন্য আমরা নিয়মিত জামায়াতের সাথে সালাত আদায় করি, নিয়মিত কোরআন তেলাওয়াত করি আর নিয়মিত দাওয়াতি কাজ করি।”
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী মানেই সমাজকল্যাণমূলক কাজ করে, জামায়াতে ইসলামী মানেই ন্যায়ের পক্ষে কথা বলে। আর এই ন্যায় প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পেলে সব ধরণের নৈরাজ্য বন্ধ হয়ে যাবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে আমার প্রিয় বাউফলে কোনো চাঁদাবাজি, দখলবাজি, মাস্তানি থাকবে না।
জামায়াতের নেতা ড. মাসুদ আরও বলেন, বাংলাদেশের সমস্ত ব্যাংকের টাকা শেষ হয়ে গেলেও জামায়াতে ইসলামের টাকা শেষ হবে না। কারণ জামায়াতে ইসলামের প্রত্যেক কর্মীর পকেটই একটা ব্যাংক একাউন্ট! একমাত্র জামায়াতে ইসলামের কর্মীরাই যারা দলের জন্য টাকা খরচ করে, দল থেকে টাকা নেয় না। তাই জামায়াত আসলে দেশে কোনো লুটপাট হবে না। ব্যাংক ডাকাতি হবে না।
নাজিরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি রাশেল মাহমুদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক মিয়া, পৌর জামায়াতের আমির সেলিমুর রহমান, মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
আফরোজা