
ছবি: সংগৃহীত
ব্যক্তিগত স্বার্থে বলপ্রয়োগ রোধ ও জবাবদিহি নিশ্চিত করতে ‘র্যাব আইন-২০২৪’-এর একটি খসড়া প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক একেএম শহীদুর রহমান।
পুলিশ সপ্তাহ উপলক্ষে গতকাল বুধবার আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, “এই আইন কার্যকর থাকলে কেউ আর ব্যক্তিগত স্বার্থে বলপ্রয়োগ করতে পারবে না।” তিনি জানান, আইনটি প্রণয়নের মাধ্যমে র্যাবের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি আরও নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, র্যাবের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। ২০২১ সালে এই অভিযোগের ভিত্তিতে যুক্তরাষ্ট্র র্যাব এবং সংস্থাটির ছয়জন সাবেক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করে। পাশাপাশি, আড়াই মাস আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর এক প্রতিবেদনে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গ তুলে ধরে র্যাব বিলুপ্তির সুপারিশ করে।
তবে র্যাব ডিজি শহীদুর রহমান বলেন, র্যাব এখন জবাবদিহি, স্বচ্ছতা ও মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা নিশ্চিত করতে এবং অনিয়ম প্রতিরোধে তদন্ত সেলকে আরও শক্তিশালী করা হয়েছে। এছাড়াও সব স্তরে স্বচ্ছতা নিশ্চিত করতে গঠিত হয়েছে মানবাধিকার সেল।
আসিফ