
নাটোরে প্রথিতযথা শিক্ষাবিদ, শিকড় সন্ধানী কথাসাহিত্যিক ও উপন্যাসিক শফীউদ্দিন সরদারের ৯০তম জন্মবার্ষিকী পালিত। জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে নাটোর শহরের একটি রেস্তোয়ায় কথাসাহিত্যিক শফীউদ্দিন সরদার ফাউন্ডেশনের আয়োজনে এক আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, পুলিশের ডিআইজি এজেড এম নাফিউল ইসলাম, রাবি’র অধ্যাপক ও ডীন ড. মকসুদুর রহমান, অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, রাবি’র ফকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক, জেলা আইনজীবি সমিতির সভাপতি রুহুল আমিন টগর, শফীউদ্দিনের মেয়ে শামীমা নার্গিস, শফীউদ্দিনের ছেলে-মেয়ে, সমাজের বিশিষ্ট প্রশাসনিক, রাজনৈতিক, সাংবাদিক, সাংস্কৃতিক ও নানা সাংগঠনিক নের্তৃবৃন্দ। সভায় বক্তারা জনপ্রিয়, শিকড় সন্ধানী এ কথাসাহিত্যিক এবং উপন্যাসিকের কর্মময়, গুণময়, অনবদ্য সাহিত্যকর্মের স্মৃতিচারণ করে বলেন, তিনি শেষ জীবনে মশারির মধ্যে বসে কেবল লিখেই গেছেন। তার ঐতিহাসিক ও রম্য রচনাগুলো অনবদ্য। সার্বজনীনতা, সততা, কর্মদক্ষতায় তিনি ছিলেন অনন্য। এছাড়া মরহুম শফীউদ্দিন সরদারকে মরণোত্তর দেশের সর্বোচ্চ রাষ্ট্র্রীয় পুরস্কারে ভূষিত করা এবং তার অনবদ্য ঐতিহাসিক সাহিত্যকর্মের উপর গবেষণার দাবি জানান বক্তারা।
শেষ জীবনের অক্লান্ত লেখনীতে শফীউদ্দিনের উপন্যাস, রম্য রচনা ও সাহিত্য রচনা গিয়ে ৭০টিতে। তার উল্লেখ্যযোগ্য রচনার মধ্যে রয়েছে, রুপনগরের বন্দী, বখতিয়ারের তালোয়ার, গৌড় থেকে সোনারগাঁ, যায় বেলা অবেলায়, বিদ্রাহী জাতক, বারো পাইকার দূর্গ, রাজ বিহঙ্গ, শেষ প্রহরী, বারো ভূঁইয়া উপাখ্যান, প্রেম, ও পূর্ণিমা, বিপন্ন প্রহর, সূর্যাস্ত, পথহারা পাখি, বৈরী বসতী, অন্তরে প্রান্তরে, দাবানল, ঠিকানা, ঝড়মুখো ঘর, অবৈধ অরণ্য, দখল, রোহিণী নদীর তীরে ও ঈমানদার এর মতো জনপ্রিয় ঐতিহাসিক উপন্যাস।
রাজু