ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

নাঙ্গলকোটে শিশুর রহস্যজনক মৃত্যু, নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার

বেলাল হোসেন রিয়াজ, সংবাদদাতা, নাঙ্গলকোট, কুমিল্লা 

প্রকাশিত: ১৯:১৬, ১ মে ২০২৫

নাঙ্গলকোটে শিশুর রহস্যজনক মৃত্যু, নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার

নাঙ্গলকোটে নিখোঁজের একদিন পর শাখাওয়াত হোসেন ছোটন (৭) নামে এক শিশুর লাশ একটি মৎস্য প্রজেক্টের পুকুর থেকে বৃহষ্পতিবার সকালে থানা পুলিশ উদ্ধার করেছে। সে উপজেলার পেড়িয়া ইউনিয়নের কাজী জোড়পুকুরিয়া গ্রামের আনোয়ার হোসেনের হানিফের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।  যে মৎস্য প্রজেক্টের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে সে মৎস্য প্রজেক্টের পানির গভীরতা রয়েছে মাত্র ৩ফুট। এই তিনফুট গভীর পানিতে ছোটন কিভাবে মারা যায় এনিয়ে প্রশ্ন তুলেছেন তার চাচা মীর হোসেন। এছাড়া ছোটনের শরীরের পশ্চাদ্দেশে লাল আঘাতের চিহৃ থাকায় তার মৃত্যু নিয়ে পরিবার ও এলাকাবাসীর মধ্যে রহস্যের সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে হত্যা করে মৎস্য প্রজেক্টের পুকুরে লাশ ফেলে দিয়েছে।

ছোটনের চাচা মীর হোসেন জানান, বুধবার (৩০এপ্রিল) দুপুর থেকে ছোটনকে খুঁজে না পেয়ে তার খেলাধুলার সাথীদের জিজ্ঞাসা করলে তারা জানায়, ওইদিন দুপুর তিনটার দিকে একই গ্রামের মাহবুবুল হকের ছেলে সাইফুলের (১৬) সাথে ছোটন শ্রীফলিয়া বাজারের দিকে যায়। এনিয়ে সাইফুলকে জিজ্ঞাসা করা হলে, সাইফুল জানায়, ছোটন একই গ্রামের ভূঁইয়া বাড়ির মাদ্রাসা পর্যন্ত যাওয়ার পর আমার সাথে আর যায়নি। পরে ওইদিন বিকালে ৫টার পর থেকে তাকে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে না পাওয়ায় রাত ৮টার পর ছোটনের খোঁজে এলাকার সর্বত্র মাইকিং করা হয়। রাতে নিখোঁজ ছোটনের বাড়িতে গ্রামবাসীসহ সাইফুলের পরিবারের অন্যান্য লোকজন আসলেও সাইফুল আসেনি।

বৃহষ্পৃতিবার (১মে) সকালে সাইফুল জানায়, ছোটনের লাশ কাজীজোড়পুকুরিয়া গ্রামের মাওলানা সাইফুল ইসলামের মৎস্য প্রজেক্টের পুকুরে ভাসতে দেখেছেন। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে ছোটনের লাশ সনাক্ত করেন। এক পর্যায়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মীর হোসেন আরো জানান, আমার ভাতিজা ছোটনের শরীরের পশ্চাদ্দেশে লাল আঘাতের চিহৃ রয়েছে। তার পরনের প্যান্ট অর্ধেক খোলা রয়েছে এবং শরীরের কোন কাপড় ছিল না। যে মৎস্য প্রজেক্টের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে সে মৎস্য প্রজেক্টে মাত্র ৩ ফুট পানির গভীরতা রয়েছে। ৩ ফুট পানির গভীরতায় সে কিভাবে মারা যায় ?
নাঙ্গলকোট থানা উপ-পরিদর্শক (এস আই) শুভ জানান, ছেলের বাবা এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। মামলাটি তদন্তাধীন রয়েছে।

এই বিষয় নাঙ্গলকোট থানার ওসি এ,কে,ফজলুল হক বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাইফুল ইসলাম এর বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় দায়ের করা হয়েছে । এ দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

 

রাজু

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার