
ছবি: সংগৃহীত
গত কয়েক সপ্তাহ আগেও যেই আলুর দাম ছিল ৪০০ টাকা কেজি, সেই আলুই মিলছে মাত্র ৬০ থেকে ৭০ টাকায়। রংপুরের পীরগাছার কাঁচাবাজারে গত সোমবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় এমন এক অদ্ভুত চিত্র দেখা গেছে।
কিছুদিন আগে পর্যন্ত যেসব নতুন আলুর দাম ছিল ৩০০-৪০০ টাকা প্রতি কেজি, সেই আলু বর্তমানে মাত্র ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে এ সময়েও নতুন আলুতে ক্রেতাদের তেমন আগ্রহ নেই। বরং ৭০ টাকায় বিক্রি হওয়া পুরোনো আলুর বেশি কিনছেন ক্রেতারা ।
এ বিষয়ে ক্রেতাদের সঙ্গে কথা বললে তারা জানান, বাজারে যে নতুন আলুগুলো পাওয়া যাচ্ছে তা সম্পূর্ণ অপরিপক্ব এবং সাইজে ছোট। রান্না করলে স্বাদও তেমন ভালো লাগে না, যা ফলে একদিন খাওয়ার পর আর পরের দিন খেতে মন চায় না। অনেকেই বলেন, কয়েক বছর আগে এই সময়ে ৫-১০ টাকা কেজি দরে পুরোনো আলু পাওয়া যেত, এমনকি তখন অনেক সময় পুরোনো আলু গরুকে খাওয়ানো হতো। তবে গত কিছু বছর ধরে আলুর দাম অত্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা ক্রেতাদের জন্য একটি বড় চাপ হয়ে দাঁড়িয়েছে।
সবজি বিক্রেতা সাইফুল ইসলাম জানান, নতুন আলুর দাম কমলেও চাহিদা কম, কারণ নতুন আলুগুলো তাজা এবং অপরিপক্ব। অপরদিকে, পুরোনো আলুর দাম কিছুটা বেশি হলেও তার চাহিদা অনেক বেশি, যার ফলে সরবরাহ কম থাকায় দামও বেড়ে যায়।
এদিকে, আলু বাংলাদেশের অন্যতম প্রধান সবজি, যা ছাড়া কোন খাবার প্রায় অসম্পূর্ণ। তবে দাম বৃদ্ধি পাওয়ার কারণে ক্রেতাদের জন্য চরম বিপদ হয়ে দাঁড়িয়েছে।
এমন পরিস্থিতিতে বাজারে আরো কিছু পরিবর্তন আনলে আলুর দাম কমানোর সম্ভাবনা বলে মনে করেন ক্রেতারা।
আশিকুর রহমান