ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ মে ২০২৪, ৯ জ্যৈষ্ঠ ১৪৩১

গরমে আবারও বেড়েছে তরমুজের চাহিদা

প্রকাশিত: ১৭:৪৩, ৪ মে ২০২৪

গরমে আবারও বেড়েছে তরমুজের চাহিদা

তরমুজ বিক্রেতারা ব্যাস্ত বেচাকেনায় 

লালমনিরহাট কালীগঞ্জে চলছে তাপপ্রবাহ। সকালে সূর্য ওঠার পর থেকে বিকেল পর্যন্ত চলছে অস্বস্থিকর গরম আবহাওয়া। বর্তমানে কালীগঞ্জে কয়েক দিন ধরে দিনে দুপুরে ৩৬, ৩৭, ৩৮ ডিগ্রি তাপমাত্রা চলছে। তাপপ্রবাহের মধ্যে আরামদায়ক রসাল ফল তরমুজ, ডাব, শসা, আনারস, সবেদা, লেবু, আঙুরসহ অন্যান্য ফলের চাহিদা বেড়েছে। তবে সাধারণ মানুষের মধ্যে চাহিদা বেশি তরমুজের।

কালীগঞ্জ উপজেলা শিয়ালখোয়া বাজারে তরমুজ বিক্রেতা আলম মিয়া জানান, দৈনিক ১০০ থেকে ১৩০ পিস তরমুজ বিক্রি করে থাকেন। তিনি বলেন, গরম বাড়ার সঙ্গে তরমুজের চাহিদা আরও বেশি বৃদ্ধি পেয়েছে।

কালীগঞ্জ উপজেলায় অবশ্য তরমুজ বিক্রি হয় কেজি দরে। প্রতি কেজি মূল্য ২৫ থেকে ৩০ টাকা। আবার কোনো সময় ৩৫ টাকা দরেও প্রতি কেজি বিক্রি হচ্ছে।
 

 

এবি

×