ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

মেয়র হিসেবে দায়িত্ব নিলেন আনোয়ারুজ্জামান চৌধুরী

প্রকাশিত: ২০:৩৩, ৭ নভেম্বর ২০২৩

মেয়র হিসেবে দায়িত্ব নিলেন আনোয়ারুজ্জামান চৌধুরী

আনোয়ারুজ্জামান চৌধুরী।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগর ভবনে বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরীর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন আনোয়ারুজ্জামান। 

এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এ ছাড়া, বিদায়ী ও নতুন মেয়রদের স্ত্রী-সন্তানসহ সিলেট সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নগরভবনে আসার আগে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন।

গত ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম (বাবুল) পান ৫০ হাজার ৮৬২ ভোট। 

এম হাসান

×