ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

চাটমোহরে আমন  রোপণের  ধুম

নিজস্ব সংবাদদাতা, চাটমোহর, পাবনা

প্রকাশিত: ২২:২৫, ৮ আগস্ট ২০২৩

চাটমোহরে আমন  রোপণের  ধুম

অনুকূল পরিবেশ পেয়ে আমন চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষক 

প্রতিটি মাঠে আমন ধানের চারা রোপণ শুরু হয়েছে। পাওয়ার টিলার দিয়ে জমি চাষের পর জমির আগাছা অপসারণ, বীজতলা থেকে চারা  তোলার কাজে পুরুষদের পাশাপাশি নারীদেরও দেখা যাচ্ছে। 
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর রোপা আমন চাষে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ হাজার ৫০০ হেক্টর জমিতে। এখন পর্যন্ত ২ হাজার ৭৫০ হেক্টর চারা রোপণ করা হয়েছে। এবার রোপা আমন ধানের চারার কোনো সংকট  নেই। হাট-বাজারে প্রচুর চারা বিক্রি হচ্ছে। কৃষক চাহিদা মতো চারা কিনছেন। তাছাড়া কৃষক নিজেও বীজতলা তৈরি করে চারা উৎপাদন করেছে। 
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুম বিল্লাহ বলেন, এ উপজেলায় রোপা আমন লাগানো চলছে পুরোদমে। ইতোমধ্যে ৩৫ শতাংশ জমিতে কৃষক ধান লাগিয়েছে। এবারে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে আশা করছি।

×