
শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসে শোভাযাত্রা
শাহজাদপুরে উৎসবমুখর পরিবেশে ৭ম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কবিগুরুর স্মৃতিবিজড়িত শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি প্রাঙ্গণে দুই দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে। বুধবার সকালে কাছারিবাড়ি প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ আজম। এ উপলক্ষে বেলা ১১টায় কাছারিবাড়ি চত্বর থেকে এক শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে কাছারিবাড়ি প্রাঙ্গণে আয়োজিত রবীন্দ্র মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ আজম।
দুপুরে রবীন্দ্র কাছারিবাড়ি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. শাহ আজম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. ফখরুল ইসলাম, রেজিস্ট্রার সোহরাব আলি প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. শাহ আজম বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরি করতে কাজ করে যাচ্ছে।