
মহাসড়কে পুলিশের টহল। ছবি: জনকণ্ঠ
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে হাটিকুমরুল হাইওয়ে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ নানা তৎপরতা শুরু হয়েছে। ঈদ যাত্রায় নিরাপদে গন্তব্যে পৌঁছাতে হাইওয়ে পুলিশ বিশেষ তৎপর রয়েছে বলে জানিয়ছেন হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস এম বদরুল কবির।
জানা গেছে, রাজধানী ঢাকা উত্তরাঞ্চলের ২২টি জেলার মানুষ বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক দিয়ে হাটিকুমরুল গোলচত্তর হয়ে বাড়ি ফিরতে শুরু করেছেন। এছাড়াও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের হাটে গরুবাহী যানবাহন যেতে শুরু করেছে। এতে মহাসড়কে যানবাহনের বাড়তি চাপের সৃষ্টি হয়েছে। যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে হাইওয়ে পুলিশ বিশেষ কার্যক্রম শুরু করেছে। মহাসড়কে চেকপোস্ট, টহল বাড়ানো হয়েছে।
থ্রি-হুইলারসহ ছোট যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি রয়েছে। পাশাপাশি গতিসীমা অনুযায়ী যানবাহন চলাচল নিয়ন্ত্রণসহ হাইওয়ে পুলিশের বিশেষ তৎপরতা শুরু হয়েছে। সড়কে হেলমেট ও কাগজপত্র বিহীন মোটরসাইকেল চলাচল বন্ধে রয়েছে একাধিক চেকপোস্টও।
এছাড়াও মহাসড়কে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ২৪ ঘণ্টা হাইওয়ে পুলিশের ৪টি টহল টিম থাকবে। একই সঙ্গে মোটরসাইকেল টহল টিম রয়েছে, যারা যেকোনো সংবাদ পেলেই ঘটনাস্থানে ছুটে যাচ্ছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম বদরুল কবির বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে হাটিকুমরুল হাইওয়ে থানার অন্তর্গত চারটি মহাসড়কের ৮৮ কি.মি এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এছাড়াও হাটিকুমরল হয়ে রাজধানীসহ বিভিন্ন স্থানের পশুর হাটে যাচ্ছে গরুবাহী অসংখ্য ট্রাক অন্যদিকে ঈদ করতে বাড়ি ফিরছেন উত্তরাঞ্চলের প্রায় ২২ জেলার অসংখ্য মানুষ। মহাসড়কে যাত্রী ও ব্যবসায়ীদের নিরাপত্তায় হাটিকুমরুল হাইওয়ে পুলিশ বিশেষ ভাবে প্রস্তুত রয়েছে। এবারের ঈদযাত্রা স্বস্তি হবে বলেও তিনি জানান।
এসআর