ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

গাইবান্ধায় ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা

প্রকাশিত: ১৭:৩৭, ১১ মার্চ ২০২৩

গাইবান্ধায় ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার তিনজন

গাইবান্ধা সদর ও পলাশবাড়ী উপজেলায় সিগারেটের গোডাউনে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অপরাধে তিনজন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ মার্চ) দুপুরের দিকে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো. কামাল হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- বরগুনার আশকোনা গ্রামের মৃত চান মিয়ার ছেলে নাছির উদ্দিন মোলা দেলোয়ার (৫০), গাজীপুরের কাশিমপুর উপজেলার সারদাগঞ্জ গ্রামের মৃত ছমর উদ্দিনের ছেলে 
হাফিজুর রহমান (৪৫) ও ঝিনাইদহের কোট চাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের আব্দুল হামিদ মিয়ার ছেলে জাহিদুল ইসলাম (৩৬)।

পুলিশ সুপার বলেন, ‘গত বছরের ২৯ নভেম্বর রাতে পলাশবাড়ীর নুনিয়াগাড়ী মেসার্স উচ্ছাস তরঙ্গ ট্রেডার্সে ডাকাতি হয়। এ সময় নগদ তিন লাখ ৮০ হাজার ৯৬ টাকা, একটি কম্পিউটারের সিপিইউ, টিএইচপি প্রিন্টার, দুটি মোবাইল ফোন, নেভী, কেটু শেখ, নেভী স্পেশাল, শেখ স্পেশালসহ মোট ২৫ কার্টুন সিগারেট ডাকাতি করে নিয়ে যায়। এ ছাড়াও ২২ জানুয়ারি রাতে গাইবান্ধা শহরের মাস্টারপাড়া খন্দকার মোড় ভি-এইড রোডস্থ মেসার্স সবুর এন্ড সন্স প্রতিষ্ঠানে ডাকাতি হয়। এ ঘটনায় নগদ পাঁচ লাখ ১০ হাজার টাকা ও মেরিস সিগারেট লুট করে নিয়ে যাওয়া হয়।’

তিনি বলেন, ‘পৃথক এই ঘটনায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। অভিযানে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থান থেকে আন্তঃজেলা ওই ডাকাতদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতি করা সিগারেটের বিক্রয়লব্ধ দুই লাখ ৫০ হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান ও একটি কম্পিউটারের কি-বোর্ড জব্দ করা হয়।’ 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় আরও ৭-৮টি করে মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান পুলিশ সুপার মো. কামাল হোসেন।

এমএইচ

×