ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মজা করে ৯৯৯ নম্বরে ফোন, দিলেন স্ত্রীকে ধর্ষণের মিথ্যা তথ্য

প্রকাশিত: ১৮:০০, ১২ নভেম্বর ২০২২; আপডেট: ১৮:১৭, ১২ নভেম্বর ২০২২

মজা করে ৯৯৯ নম্বরে ফোন, দিলেন স্ত্রীকে ধর্ষণের মিথ্যা তথ্য

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে নোয়াখালীর সদর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।  

শনিবার (১২ অক্টোবর) তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

মো. আনোয়ার হোসেন

জানা গেছে, অভিযুক্ত ওই ব্যক্তি শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার স্ত্রী ধর্ষণের শিকার হয়েছেন। খবর পেয়ে সুধারাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। সে সময় ফোনদাতা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, সে মজা করার জন্য ৯৯৯ নম্বরে ফোন দিয়েছেন। তার ধারণা ছিল, এত রাতে পুলিশ তার বাড়িতে আসবে না। তখন পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

সুধারাম থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, ওই ব্যক্তি এর আগেও ৯৯৯ নম্বরে ফোন করে মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে হয়রানি করেছিলেন। তাই তাকে আপাতত ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত শেষে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×