ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অপশক্তি রুখতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহ্বান টিপু মুনশির

নিজস্ব সংবাদদাতা, রংপুর

প্রকাশিত: ০০:৩৬, ৬ নভেম্বর ২০২২

অপশক্তি রুখতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহ্বান টিপু মুনশির

জিলা স্কুল মাঠে জেলা আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করছেন অতিথিরা

একাত্তরের পরাজিত অপশক্তিকে রুখে দিতে দেশে আরেকটা যুদ্ধের জন্য যুবলীগের নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি।
শনিবার দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনের প্রথম অধিবেশনে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয়  চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। প্রধান বক্তা ছিলেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল  হোসেন খান নিখিল।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য রমেশ চন্দ্র সেন, শাজাহান খান, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, সাবেক সংসদ সদস্য ও কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট  হোসনে আরা লুৎফা ডালিয়া। আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান বলেন, স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াতকে নির্মূল করতে আমাদের শপথ নিতে হবে।

যুবলীগ এবং যুবসমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ  থেকে রাজপথে লড়তে হবে। শুধু বিএনপি-জামায়াত নয়, এখন আন্তর্জাতিক অপশক্তিও বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্রে লিপ্ত। সময় এসেছে এই অপশক্তি রুখে দেয়ার। এর আগে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করে প্রধান অতিথি কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, বিএনপি এখন মিছিল সমাবেশ করছে।

আমরা বলছি এখন যত মিছিল সমাবেশ করার ইচ্ছে করে নেন। আগামী ১১ নভেম্বর যুবলীগ সুবর্ণজয়ন্তী উদ্যাপন করবে। ওইদিনের পর সারাদেশের রাজপথে যুবলীগ থাকবে। তখন দেখা যাবে কত ধানে কত চাল। এছাড়াও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক  মোহাম্মদ সোহেল পারভেজ, সহ সম্পাদক মনোয়ারুল ইসলাম মাসুদ প্রমুখ।

×