ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আলীরটেকের চাঞ্চল্যকর সিয়াম হত্যকান্ডের দুই আসামী গ্রেফতার

প্রকাশিত: ১৯:১২, ২৩ মে ২০২২

আলীরটেকের চাঞ্চল্যকর সিয়াম হত্যকান্ডের দুই আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের সদর মডেল থানার আলীরটেকের চাঞ্চল্যকর অটোরিক্সা চালক সিয়াম সরদার (১৭) হত্যাকান্ডের ঘটনায় জুম্মান (১৮) ও মোঃ হাসান (১৯) নামে দুই আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। রবিবার রাতে মুন্সীগঞ্জের টংগীবাড়ী আলদি বাজার ও ঢাকার গেন্ডারিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে র‍্যাব-১১’র স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এ সময় খোয়া যাওয়া অটোরিক্সাটি উদ্ধার করা হয়েছে। র‍্যাব জানায়, গত ১৭ মে সদর থানার আলীরটেকের তৈলখিয়ার চর এলাকার একটি ইটভাঁটিতে অটোরিক্সা চালক সিয়াম সরদারের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সিয়ামের বাবা বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। র‍্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উক্ত ঘটনার সাথে সরাসরি অংশগ্রহণের কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের দেয়া তথ্য মতে তারা দুজন ও অন্যান্য আসামীরা পরষ্পর যোগসাজসে পূর্বপরিকল্পিতভাবে সিয়ামকে খুন করে অটোরিক্সাটি নিজেদের দখলে নেয় এবং গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে। গ্রেফতারকৃত আসামী জুম্মানের দেয়া স্বীকারোক্তি ও দেখানো মোতাবেক মুন্সীগঞ্জের টংগীবাড়ী আলদি বাজার থেকে অটোরিক্সাটি উদ্ধার করা হয়।
×