ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে মোবাইল করলেই মিলছে অক্সিজেন সেবা

প্রকাশিত: ১৯:১৭, ৫ আগস্ট ২০২১

গফরগাঁওয়ে মোবাইল করলেই মিলছে অক্সিজেন সেবা

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও ॥ ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। স্থানীয় হাসপাতালে রোগীর সংখ্যাও বেশী। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালেও অক্সিজেন সংকট। এ অবস্থায় অক্সিজেনের প্রয়োজনীয়তায় স্থানীয় এমপির নির্দেশে পৌর মেয়র এস. এম. ইকবাল হোসেন সুমনের সার্বিক ব্যবস্থাপনায় পৌর শহরে অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে ‘গোলন্দাজ’ স্বেচ্ছাসেবী সংগঠন। জানা যায়, ১৫টি অক্সিজেন সিলেন্ডার দিয়ে করোনা আক্রান্তদের ঘরে ঘরে দেওয়া হচ্ছে অক্সিজেন সেবা। পৌর শহরের ৫নং ওয়ার্ডের আফরোজা আক্তার ইতির তীব্র শ্বাসকষ্ট। তার স্বামী সন্তান নিয়ে ছুটাছুটি করে ফেসবুকে পোস্ট দেয়। কিছুক্ষণের মধ্যেই ওই বাড়িতে অক্সিজেন নিয়ে হাজির হন গোলন্দাজ স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। ৩নং ওয়ার্ডে করোনা আক্রান্ত রোগী আলমগীর বলেন, সময়মত গোলন্দাজ স্বেচ্ছাসেবী কর্মীরা আমাকে অক্সিজেন না দিলে হয়তো আমি বাঁচতাম না। ওই সংগঠনের প্রধান বলেন, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক তাজমুন আহম্মেদ বলেন, স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের নির্দেশেই করোনাকালীন সময়ে আমাদের এই স্বেচ্ছা সেবা। যেখানেই করোন উপসর্গ বা করোনা রোগী মোবাইল ফোনে খবর পাওয়ার সাথে সাথেই আমাদের টিম ঘরে পৌঁছে দিচ্ছে অক্সিজেন। তিনি আরও বলেন, অক্সিজেন সেবা ছাড়াও আমরা ‘গোলন্দাজ ভলান্টিয়ার্স’ কর্মীরা যেখানেই কোনো রোগীর সংবাদ পাই। প্রয়োজন পড়লে এ্যাম্বুলেন্স দিয়েও তাদের সহায়তা এগিয়ে যাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম বলেন, গোলন্দাজ ভলান্টিয়ার্স কর্মীরা মোবাইল ফোনে করোনা রোগীদের যে অক্সিজেন ও এ্যাম্বুলেন্স সেবা দিয়ে যাচ্ছে স্বেচ্ছা শ্রমে এটি একটি দৃষ্টান্ত।
×