ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মাদারীপুরের শিবচর মুক্ত দিবস আজ

প্রকাশিত: ১৪:৪৯, ২৫ নভেম্বর ২০২০

মাদারীপুরের শিবচর মুক্ত দিবস আজ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরের শিবচর মুক্ত দিবস আজ বুধবার। ১৯৭১ সালের এই দিনে শিবচরে রক্তক্ষয়ী সম্মুখ যুদ্ধে মুক্তিযোদ্ধারা পাকি হানাদার বাহিনীকে পরাস্ত করেন। এদিন ১১ বছর বয়সী শিশু মাজেদসহ যুদ্ধে চারজন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং ১৮ হানাদারসহ তাদের দোসররা নিহত হন। এ যুদ্ধে অংশ নিয়ে ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর উপজেলার দুই মুক্তিযোদ্ধা কমান্ডারও শহীদ হন। ১৯৭১ সালের মে মাসে পাকি হানাদার বাহিনী স্থানীয় রাজাকারদের নিয়ে দুই দফা শিবচরের ৩০ নিরীহ নারী-পুরুষকে হত্যাসহ ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগ করে স্থানীয় থানায় ঘাটি স্থপন করে। সেপ্টেম্বরের মাঝামাঝি সময় মুক্তিযোদ্ধারা শিবচর বাজারে অবস্থিত নিয়ে হানাদার বাহিনীর ক্যাম্প গুড়িয়ে দেন। এরপর থেকেই হানাদার বাহিনী ও তাদের দোসররা খুন, ধর্ষণ, জ্বালাও-পোড়াও বাড়িয়ে দেয়। ২৪ নবেম্বর রাত ৩টায় স্থানীয় মুক্তিযোদ্ধারাসহ ভাঙ্গা ও সদরপুর থানার মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনী ও রাজাকারদের আশ্রয়স্থল শিবচর থানা মুক্ত অপারেশন শুরু করেন। ১৭৫ মুক্তিযোদ্ধা হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। শিবচর উপজেলা চেয়ারম্যান আঃ লতিফ মোল্লা বলেন, ‘প্রায় ১৬ ঘণ্টার যুদ্ধে ২৫ নবেম্বর সন্ধ্যা ৬টায় হানাদার বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এ যুদ্ধে শিবচরের আ. ছালাম, ভাঙ্গার কমান্ডার মোশাররফ হোসেন, সদরপুরের কমান্ডার দেলোয়ার হোসেন ও সহযোগী (বিচ্ছু) ১১ বছর বয়সী শিশু মাজেদসহ চারজন মুক্তিযোদ্ধা শহীদ হন। যুদ্ধে ১৮ পাকি হানাদার ও রাজাকার নিহত হয়।’
×