ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুল পিয়নকে কুপিয়ে জখম

প্রকাশিত: ০৯:২২, ২৯ জানুয়ারি ২০২০

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুল পিয়নকে কুপিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ সুজানগরে স্কুলছাত্রীকে ইভটিজিং করায় গোপালপুর আজগর আলী উচ্চ বিদ্যালয়ের পিয়ন সোহেল রানা(২৮) কে কুপিয়ে জখম করেছে বখাটেরা। তাকে আশঙ্কাজনক অবস্থায় তাকে সুজানগর হাসপাতালে চিকিৎসা চলছে। এলাকাবাসী জানিয়েছে,বুধবার বিকেলে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা চলাকালে বহিরাগত কয়েকজন বখাটে ছাত্রীদের ইভটিজিং করতে থাকে। এসময় পিয়ন সোহেল রানা প্রতিবাদ করলে তাকে কুপিয়ে জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বখাটে যুবকেরা। তাকে আহত অবস্থায় শিক্ষকরা হাসপাতালে ভর্তি করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিল হোসেন ধটনার সত্যতা স্বীকার করে জানান, প্রকাশ্য এ ধরণের হামলার ঘটনার তারা উদ্বীগ্ন । অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হবে। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুদ্দোজা ঘটনার সত্যতা স্বীকার করে জানান এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।
×