ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জামালপুরে বিজিবি ক্যাম্পের কাছেই ঘরে গুলিবিদ্ধ হয়ে এক শিশু গুরুতর আহত

প্রকাশিত: ০৮:৩০, ২৮ নভেম্বর ২০১৯

জামালপুরে বিজিবি ক্যাম্পের কাছেই ঘরে গুলিবিদ্ধ হয়ে এক শিশু গুরুতর আহত

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুর শহরের পাথালিয়া গুয়াবাড়িয়া এলাকায় বিজিবি ক্যাম্পের পাশেই একটি দরিদ্র পরিবারের ঘরের টিনের বেড়া ভেদ করে গুলির আঘাতে জ্যোতি আক্তার (৮) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। সে স্থানীয় গুয়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত জ্যোতির বড় বোন সুরাইয়া আক্তার জানায়, তাদের মা নেই। তার বাবা দরিদ্র রাজমিস্ত্রি শ্রমিক বৃহস্পতিবার সকালে কাজের সন্ধানে বাড়ি থেকে বেরিয়ে যান। দুপুর দুটার দিকে সে তার ছোট বোন জ্যোতিকে নিয়ে ঘরের ভেতরে মেঝেতে বসে দুপুরের ভাত খাচ্ছিল। এমন সময় আকস্মিক একটি গুলি তাদের ঘরের টিনের বেড়া ভেদ করে ভেতরে ঢুকে ছোট বোন জ্যোতির কপালের ডানপাশে মাথায় লাগে। তবে গুলিটি মাথার ভেতরে ঢুকেনি। গুলির আঘাতে জ্যোতির মাথায় মারাত্মক রক্তাক্ত জখম হয়। তাদের চিৎকারে প্রতিবেশীরা আশঙ্কাজনক অবস্থায় জ্যোতিকে উদ্ধার করে দ্রুত জামালপুর সদর হাসপাতালে ভর্তি করেছে। এদিকে বিকেলে বিজিবির জামালপুর ক্যাম্পের চার সদস্যের একটি দল শিশু জ্যোতিকে দেখতে জামালপুর সদর হাসপাতালে যান। এ ঘটনা জানাজানি হলে কাছেই বিজিবি ক্যাম্প থেকে গুলিটি এসেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। তারা জানান, বিজিবি ক্যাম্পের আশপাশের জনবসতি এলাকায় মাঝেমধ্যেই গুলি ছুটে আসার ঘটনা ঘটে। জামালপুরস্থ বিজিবির ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ এ ঘটনা প্রসঙ্গে জনকণ্ঠকে জানান, ক্যাম্পের পাশেই গুলিতে এক শিশু গুরুতর আহত হওয়ার কথা শুনে খোঁজখবর নিয়েছি। শিশুটি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে কিনা তা ফরেনসিক পরীক্ষা ছাড়া এখনই কিছুই বলা যাচ্ছে না। তবে শিশুটির চিকিৎসার যাবতীয় খরচ বিজিবির পক্ষ থেকে বহন করা হবে বলে তিনি জানান।
×