ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে শুরু হয়েছে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক ধর্মঘট

প্রকাশিত: ০৩:১৩, ১৯ নভেম্বর ২০১৯

মাদারীপুরে শুরু হয়েছে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক ধর্মঘট

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরে আজ মঙ্গলবার সকাল থেকে সড়ক আইন সংশোধনের দাবিতে শুরু হয়েছে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক ধর্মঘট ॥ পাশাপাশি শিবচরে অনুষ্ঠিত হলো সড়ক আইন বাস্তবায়নে সচেতনতামূলক সভা। পূর্ব ঘোষণা ছাড়া ধর্মঘট শুরু হওয়ায় ভোগন্তিতে পড়েছে জেলার বিভিন্ন রুটে যাতায়াতকারী যাত্রী সাধারণ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে জেলার বিভিন্ন রুটের লোকাল বাস ও দুর পাল্লার সব ধরণের পরিবহন বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। শ্রমিকদের দাবি, বিদ্যমান সড়ক আইনের কারণে শ্রমিকদের দায়িত্বপালন করা সম্ভব নয়। তাই তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে। আইন সংশোধন না হওয়া পর্যন্ত তাদের এই কর্মবিরতি ও ধর্মঘট চলবে। তবে ঘোষণা ছাড়া ধর্মঘট ডাকায় ভোগন্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। পাশাপাশি স্কুল কলেজে শুরু হয়েছে সমাপনী, কলেজ ফাইনালসহ অনার্স পরীক্ষা। ধর্মঘটের কারণে শিক্ষার্থীরা পড়েছে চরম বিপাকে। এ ব্যাপারে মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাওলাদার বলেন, ‘নতুন আইনটি সড়ক পরিবহন শ্রমিকদের উপর এক প্রকার গলায় ফাঁসির মতো চাপিয়ে দিয়েছে সরকার। এই ফাঁসির দড়ি নিয়ে কোন শ্রমিক আর গাড়ি চালাবে না। তাই দ্রুত আইনটি সংশোধন করে পুনঃবিবেচনা করতে হবে। না হলে লাগাতার আন্দোলনে থাকবে শ্রমিকরা।’ অন্যদিকে সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে সকলকে সচেতন করতে মাদারীপুর ট্রাফিক পুলিশ ও শিবচর থানা পুলিশের আয়োজনে মঙ্গলবার সকালে শিবচর কাঁঠালবাড়ি ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরি ঘাটে পরিবহন মালিক, শ্রমিক ও পথচারীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান, শিবচর উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন খান, উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান প্রমুখ।
×