ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জামালপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৫:১৩, ১৩ অক্টোবর ২০১৯

জামালপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুরের বকশীগঞ্জে এক স্কুলছাত্রী ধর্ষণের চেষ্টাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর সংবাদ পরিবেশনের প্রতিবাদ ও নির্যাতিত স্কুলছাত্রীর পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। আজ রবিবার সকালে উপজেলার মেরুরচর বাজারে নির্যাতিত স্কুলছাত্রীর পরিবারসহ এলাকার সাধারণ মানুষ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে। মানববন্ধনে ইউপি সদস্য ছামিউল হক নেদা, সাবেক ইউপি সদস্য নুর ইসলাম, আজিজুর রহমান, আবদুল খালেক, হাফেজ হাবিবুল্ল্যাহ, আবদুস সালাম, রাশেদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার মামলার আসামি মোস্তাইন বিল্লাহ রনি এবং তাকে রক্ষা করতে দায়ের করা মিথ্যা মামলার বাদী রনি বড় ভাই ফুরকান আলী ওরফে জজ মিয়া ও তাদের ইন্ধনদাতা গোলাম নাদিমের শাস্তির দাবি জানান। প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর বকশীগঞ্জ উপজেলার মেরুরচর গ্রামের এক স্কুলছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। এ সুযোগে প্রতিবেশী চিনারচর গ্রামের কুদ্দুছ আলীর ছেলে বখাটে মোস্তাইন বিল্লাহ রনি ঘরের ভেতর ঢুকে লুকিয়ে থাকে। ওই ছাত্র বাইরে থেকে ঘরে গিয়ে পড়তে বসে। ওই সময় ঘরের ভেতরে লুকিয়ে থাকা মোস্তাইন বিল্লাহ রনি বের হয়ে ওই স্কুল ছাত্রীকে জোড়পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে স্কুলছাত্রীর ডাকচিৎকারে প্রতিবেশী লোকজন ছুটে গেলে মোস্তাইন বিল্লাহ রনিকে আটক করে। এ ঘটনায় নির্যাতিত স্কুলছাত্রী বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি মামলা করেন। রণি বর্তমানে জেলা কারাগারে আটক রয়েছে। অন্যদিকে এ ঘটনা ধামাচাপা দেয়ার জন্য মোস্তাইন বিল্লাহ রনির বড় ভাই ফরুকান আলী ওরফে জজমিয়া বাদী হয়ে নির্যাতিত স্কুলছাত্রী, তার বাবা-মা, দাদা-নানা ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতিসহ দশজনের বিরুদ্ধে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন। এছাড়াও রনির বড় ভাই ফুরকান আলী বিভিন্ন জনকে দিয়ে নির্যাতিত স্কুলছাত্রীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আপত্তিকর, মানহানিকর মিথ্যাচার করতে থাকে। একই ঘটনায় গোলাম নাদিম নামে এক ব্যক্তি দরিদ্র স্কুলছাত্রীর পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের চাদাঁ দাবি করে। এ বিষয়ে নির্যাতিত স্কুলছাত্রী প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু কোনো প্রতিকার হয়নি।
×