ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

গাজীপুরে শত্রুতার আগুণে পুড়েছে গরু

প্রকাশিত: ০৮:১০, ১৮ মার্চ ২০১৯

গাজীপুরে শত্রুতার আগুণে পুড়েছে গরু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের শ্রীপুরে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের দেওয়া আগুনে এক কৃষকের দু’টি গরু (গবাদি পশু) পুড়ে মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আগুনে গোয়াল ঘরটিও পুড়ে ছাই হয়েছে। সোমবার এ ব্যাপারে শ্রীপুর থানায় অভিযোগ দেওয়া হয়েছে। কৃষক সাইদুল ইসলাম ও তার স্বজনরা জানান, গাজীপুরে শ্রীপুরের তালতলী গ্রামের ছাইদুল ইসলামের গোয়াল ঘরে রবিবার রাতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বত্তরা। আগুন পুরো গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। এতে ওই গোয়ালে থাকা দুটি গরু আগুনে পুড়ে সেখানেই মারা যায় এবং গোয়াল ঘরটি পুড়ে ছাই হয়। গ্রামবাসী এগিয়ে এসে আগুন নেভায়। ধারণা করা হচ্ছে, জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন আগুনের এঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে সোমবার শ্রীপুর থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তারা জানায়, একই গ্রামের সবুজ, নুরুল ইসলাম ও শফিকুলের সঙ্গে জমি নিয়ে বেশ কয়েকবছর ধরে সাইদুল ইসলামের বিরোধ চলে আসছিল। এর জের ধরে ইতোপূর্বে প্রতিপক্ষরা বিষ প্রয়োগে সাইদুলের ২৮টি হাঁস হত্যা করে। এছাড়াও তারা সাইদুলের গবাধি পশুর খাবারের জন্য স্তুপ করে রাখা খড়েও আগুন দেয়। এ নিয়ে শ্রীপুর থানায় একাধিকবার অভিযোগও দেয়া হয়। প্রতিপক্ষদের অভিযুক্ত করে। ধারণা করছি ক্ষিপ্ত হয়েই তারাই গত রাতে তার গবাদি পশুর থাকার জন্য ব্যবহৃত ঘরে (গোয়াল ঘরে) আগুন দেয়। এতে তার দুটি গরু আগুণে পুড়ে মারা যায়। এ শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে, পশুর প্রতি নির্মমতার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
×