ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ইবিতে ভর্তি সাক্ষাৎকার ২৫ নবেম্বর

প্রকাশিত: ০১:২৮, ২০ নভেম্বর ২০১৮

ইবিতে ভর্তি সাক্ষাৎকার ২৫ নবেম্বর

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান প্রাপ্তদের সাক্ষাৎকার আগামী ২৫ নবেম্বর থেকে শুরু হচ্ছে। মেধা তালিকায় স্থান প্রাপ্ত ভর্তিচ্ছুদের আগামী ২৩ নবেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রদত্ত বিভাগসমূহের পছন্দ ও ভর্তির আবেদন ফরম পূরণ করতে হবে। বিভাগের পছন্দ ফরম ও ভর্তির আবেদন ফরম পূরণ না করলে ভর্তিচ্ছুকে কোন বিভাগে মনোনয়ন দেয়া হবে না। জানা যায়, আগামী ২৫ নবেম্বর বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ১ম শিফটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ২৬ ও ২৭ নবেম্বর ২য় ও ৩য় শিফটের মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। সাক্ষাৎকার শেষে ৩ ডিসেম্বরের মধ্যে ভর্তিচ্ছুদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিট এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী ২৭ ও ২৮ নভেম্বর। এ ইউনিটের ভর্তি কাযক্রম ৩ ডিসেম্বর এবং ‘ডি’ ইউনিটের ভর্তি কার্যক্রম ৫ ডিসেম্বরের মধ্যে শেষ করতে বলা হয়েছে। সাক্ষাৎকারের সময় ভর্তি পরীক্ষা কেন্দ্রে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষার মূল সনদপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড ও প্রশংসা পত্র, মূল নম্বরপত্র, সদ্য তোলা ৮ কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনতে বলা হয়েছে। ভর্তি শেষে আগামী ১৫ জানুয়ারি ক্লাস শুরু হবে। উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.iu.ac.bd থেকে জানা যাবে।
×