ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দাউদকান্দিতে দুস্থদের মাঝে ঢেউটিন বিতরণ

প্রকাশিত: ২২:০২, ১৮ অক্টোবর ২০১৮

দাউদকান্দিতে দুস্থদের মাঝে ঢেউটিন বিতরণ

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি ॥ আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দাউদকান্দি উপজেলা প্রাঙ্গণে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূইয়া এমপি, দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ৬০টি দুস্থ পরিবারের মাঝে ১২০ বান ঢেউটিন ও প্রত্যেক পরিবারকে গৃহনির্মাণ মজুরী বাবদ নগদ ৬ হাজার টাকা করে বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনার সরকার অসহায় দুস্থদের মাঝে সাবলম্বী করার লক্ষ্যে ঢেউটিন, মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা চালু করেছেন। আপনারা নৌকার উপর আস্থা রাখুন এবং শেখ হাসিনার নৌকায় ভোট দিয়ে আবারো জয়যুক্ত করুন। আমি ২ বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে (দাউদকান্দি মেঘনায়) হাজার কোটি টাকার উন্নয়ন মূলক কাজ করেছি। ঢেউটিন বিতরণকালে অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, আওয়ামীলীগ নেতা মুক্তার হোসেন, পৌর সভার প্যানেল মেয়র ও কুমিল্লা উওর জেলা শ্রমিকলীগের সভাপতি রকিব উদ্দিন রকিব, সাবেক ছাএলীগ সভাপতি হেলাল মাহমুদ প্রমুখ।
×