ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নওগাঁয় নির্মানাধীন পেট্রল পাম্পের ছাদ ধ্বসে ২ শ্রমিক নিহত

প্রকাশিত: ০০:৪২, ২১ ফেব্রুয়ারি ২০১৮

নওগাঁয় নির্মানাধীন পেট্রল পাম্পের ছাদ ধ্বসে ২ শ্রমিক নিহত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলায় নির্মানাধীন একটি পেট্রোল পাম্পের ছাদ ধ্বসে পড়ে ২ শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ শ্রমিক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নিয়ামতপুর উপজেলায় মান্দা-নিয়ামতপুর সড়কের বাদ-মালঞ্চি নামকস্থানে। নিয়ামতপুর থানার ওসি (তদন্ত) মোঃ নাজমুল হক জানান, বাদ-মালঞ্চি নামকস্থানে একটি পেট্রোলপাম্পের নির্মান কাজ চলছে। বেশ কয়েকজন শ্রমিক সেখানে নিয়মিত কাজ করছিলেন। এরই এক পর্যায় বুধবার দুপুর সাড়ে ১২টায় নির্মানাধীন উক্ত পেট্রলপাম্পের ছাদের একাংশ ধ্বসে পড়ে। ফলে ঘটনাস্থলেই ২ শ্রমিকের মৃত্যু হয়। নিহতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলাধীন রাজাবাড়ি গ্রামের সুজন (২৫) এবং নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলাধীন গাবতলী গ্রামের আনিছুর রহমান (৩৫)। পুলিশ জানায়, ময়না তদন্তের জন্য নিহত ২ শ্রমিকের মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে এবং চিকিৎসার জন্য আহত ২ শ্রমিককে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
×