ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মান্দায় এইচএসসির ফরম পুরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

প্রকাশিত: ০১:৫১, ১১ ডিসেম্বর ২০১৭

মান্দায় এইচএসসির ফরম পুরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর মান্দায় এইচএসসি পরীক্ষার ফরম পুরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থী অভিভাবকরা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পানিয়াল আদর্শ মহাবিদ্যালয় চত্বরে অধ্যক্ষ কায়মুল হকের বিরুদ্ধে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ব্রজেন্দ্রনাথ সাহা, ইউপি সদস্য আব্দুস সাত্তার, শিক্ষক রবিউল ইসলাম, শিক্ষার্থী অভিভাবক রফিকুল ইসলাম ও সাইদুর রহমান, পরীক্ষার্থী সোহেল রানা, ইউনিয়ন ছাত্রলীগ নেতা রেজাউল ইসলাম প্রমুখ। বক্তারা দাবি করেন, শিক্ষাবোর্ডের নির্দেশ উপেক্ষা করে কলেজ অধ্যক্ষ কায়মুল হক পরীক্ষার্থীদের কাছ থেকে ইচ্ছেমত টাকা আদায় করছেন। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিকট থেকে ৩ হাজার ৩শ’ টাকা ও মানবিকে ৩ হাজার টাকা করে নেয়া হয়েছে। যে সকল শিক্ষার্থীরা অধ্যক্ষের দাবিকৃত টাকা দিতে অস্বীকার করেছে, তাদের ফরম পুরণ করতে দেয়া হয়নি। বক্তারা উল্লেখ করেন, শিক্ষাবোর্ড প্রতি বিষয়ে ৯৫ টাকা, ব্যবহারিকে ৭০ টাকা, একাডেমিক ট্রান্সক্রীপ্ট ৫০ টাকা, সনদপত্র ফি ১শ’ টাকা, রোভার স্কাউট ফি ১৫ টাকা, শিক্ষা সপ্তাহ ফি ৫ টাকা ও কেন্দ্র ফি ৩শ’ টাকা নির্ধারণ করলেও কলেজ কর্তৃপক্ষ তা মানছেন না। অবিলম্বে ঘটনার তদন্তসহ ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। এদিকে মানবিক বিভাগের শিক্ষার্থী আব্দুল ওহাব, সুজন আলী, আলমগীর হোসেন, মেহেদী হাসানসহ কয়েকজন জানান, ফরম পুরণে তাদের কাছ থেকে ৩ হাজার টাকা করে নেয়া হয়েছে। যারা অধ্যক্ষের দাবিকৃত টাকা দিতে পারেনি তাদের ফরম পুরন করতে দেয়া হয়নি। বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী মহসীন রেজা বলেন, ৩ হাজার ৩শ’ টাকা করে দিয়ে তারা ফরম পুরণ করেছে। ফরম পুরণের টাকা যোগাড় করতে এ বিভাগের শিক্ষার্থী মারুফ হোসেন অন্যের জমিতে আলু লাগানোর কাজে গিয়েছে। তবে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন, পানিয়াল আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কায়মুল হক। তিনি বলেন, পরীক্ষার্থীদের নিকট থেকে শিক্ষাবোর্ড ফি, মাসিক বকেয়া বেতন, সেশন ও ইন্টারনেট চার্জ আদায় করা হচ্ছে।
×