ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাউফলে ৬’শ কৃষকদের মাঝে বিনা মুল্যে বীজ ও সারবিতরণ

প্রকাশিত: ০০:২৫, ১৭ নভেম্বর ২০১৭

বাউফলে ৬’শ কৃষকদের মাঝে বিনা মুল্যে বীজ ও সারবিতরণ

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ বাউফলে ৬শ’প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ আসম ফিরোজ এমপি প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মো‏হাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, উপজেলা বিআরডিবির সভাপতি মোঃ শামছুল আলম মিয়া, উপজেল ভাইস চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদ ও ইউপি চেয়ারম্যান মোঃ ইব্রাহীম ফারুক, চীফ হুইপের এপিএস আনিছুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাউফল উপজেলা কৃষি অফিসার মোঃ সারোয়ার জামান। এসময় ওইসব প্রান্তি কৃষকদের মাঝে ৮ কেজি করে বীজ ও ১০ কেজি করে সার বিতরণ করা হয়। এর পর চিফ হুইপ আসম ফিরোজ উপজেলা নারী উন্ননয়ন ফোরাম এর উদ্যোগে ৩৮ জন দুস্থ্য ও অসহায় নারীদের মাঝে বিনা মূল্যে সেলাই মেশিন বিতরণ করেন। এ ছাড়াও তিনি ওই দিন বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যাক্তা ও অসহায় প্রতিবন্ধীদের ভাতার পাশ বই বিতরণ করেন। চিফ হুইপ একই দিন বিকাল ৩টার দিকে বীরপাশা হাইস্কুল মাঠে আসম ফিরোজ এমপি গোল্ডকাপ ফুটবল টুণার্মেন্টের সেমিফাইনালের খেলা উপভোগ করেন।
×