ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ইবির চতুর্থ সমাবর্তনের রেজিস্ট্রশন শুরু

প্রকাশিত: ০০:০০, ২২ অক্টোবর ২০১৭

ইবির চতুর্থ সমাবর্তনের রেজিস্ট্রশন শুরু

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনের রেজিস্ট্রেশন আজ রবিবার থেকে শুরু হয়েছে। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১৯৯৬-৯৭ থেকে ২০১১-১২ শিক্ষাবর্ষ পর্যন্ত এবং ১৯৯৮-৯৯ থেকে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শিক্ষার্থীরা নিবান্ধন করতে পারবে বলে রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে। জানা যায়, আগামী বছর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ইসলামী বিশ^বিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে। বিশ^বিদ্যালয়ের চ্যান্সেলর ও রাস্ট্রপতি আব্দুল হামিদের সম্মতিতে এ সময় নির্ধারণ করেছেন প্রশসান। চতুর্থ সমাবর্তনে বিশ^বিদ্যালয়ের প্রায় ৩৬ হাজার স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের মাঝে মূল সনদ বিতরন করা হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ২৩৬তম সিন্ডিকেট সভা পর্যন্ত অনুমোদিত এমফিল এবং পিএইচডি ডিগ্রি প্রাপ্তরাও নিবন্ধন করতে পারবে। একটি সনদের জন্য তিন হাজার টাকা, দুটি সনদের জন্য তিন হাজার ৫০০ টাকা এবং দুইয়ের অধিক সনদের জন্য চার হাজার টাকা পরিশোধ করতে হবে। নিবন্ধন ফি অগ্রনী ব্যাংক লিমিটেড, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং (রকেট), সিওরক্যাশ ও মাইক্যাশের মাধ্যমে জমা দেওয়া যাবে। এছাড়া সমাবর্তন সংক্রান্ত যে কোন বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.iu.ac.bd/convocation) থেকে জানা যাবে।
×