ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ১১ মাস পর কবর থেকে লাশ উত্তেলন

প্রকাশিত: ০০:০৫, ১৩ সেপ্টেম্বর ২০১৭

ঠাকুরগাঁওয়ে ১১ মাস পর কবর থেকে লাশ উত্তেলন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ পৌর শহরের নিশ্চিন্তপুর মহল্লার অটো চালক আল মামুন হত্যা মামলা পুণ:ময়না তদন্তের জন্য ১১ মাস পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। শহরের নিশ্চিন্তপুর গোরস্থান থেকে বুধবার দুপুরে নিহত মামুনের লাশ তোলা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নিহত আল মামুনের ভাই সাদেকুল ইসলাম চলমান মামলায় দাখিলকৃত লাশের ময়না তদন্তের রিপোর্টের নারাজী দিলে গত ২১ আগষ্ট ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোল্লা সাইফুল ইসলাম মামুনের মর দেহের পুন:ময়নাতদন্তের আদেশ দেন। আদেশে দিনাজপুর অথবা রংপুর মেডিকেল কলেজ থেকে লাশের পুন:ময়নাতন্তের রিপোর্ট আগামী ২৪ অক্টোররের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দেয়া হয়। উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ আগষ্ট জমি সংক্রান্ত বিরোধের জেরে নিশ্চিন্তপুর গ্রামের প্রতিবেশি রতনের লাঠির আঘাতে মারা যায় অটো চালক আল মামুন। এ ঘটনায় নিহতের ভাই সাদেকুল বাদি হয়ে রতনসহ ১২জনের নামে হত্যা মামলা দায়ের করে। লাশের ময়নাতন্তে লাঠির আঘাতে নয় হার্ট এ্যাটাকে মারা যাওয়ার রিপোর্ট দিলে তা প্রত্যাখান করে পূণঃ তদন্তের আবেদন করে মামুনের পরিবার। নিহত মামুনের ভাই সাদেকুল আবারও ময়না তদন্তের প্রতিবেদন পরিবর্তনের আশংকা ব্যক্ত করে জানান, মামলা থেকে অভিযুক্ত আসামীদের রক্ষা করবার উদ্দেশ্যে এক ইউপি চেয়াম্যানসহ কতিপয় ব্যক্তি মরিয়া হয়ে উঠেছে। তারা মামলার বাদীদের হুমকি প্রদানসহ নানান কৌশল করছে আসামীদের নির্দোষ প্রমাণের জন্য। অথচ এমামলার ঘটনা শতভাগ সত্য এবং দিনের বেলায় প্রাণঘাতি ঘটনার অসংখ্য সাক্ষী থাকার পরও কুচক্রী মহল বারবার তাদের চক্রান্তে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। এমতাবস্থায় তারা মামলার সুষ্ঠু তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য মানবিক আবেদন করেছেন।
×